রাজবাড়ীতে নিপা ভাইরাসে ৩ জনের মৃত্যুর তথ্য প্রকাশ করলো স্বাস্থ্য বিভাগ

- Update Time : ০৭:৫৩:৫৪ অপরাহ্ন, সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩
- / ৩০৯ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
শীত আসতে শুরু করেছে। এখন বাজারে পাওয়া যাবে খেজুরের রসও। তবে ওই রস না খাবার নির্দেশনা দিয়েছে রাজবাড়ীর স্বাস্থ্য বিভাগ। ওই নির্দেশনার পাশাপাশি বিগত বছর নিপা ভাইরাসে আক্রান্ত হয়ে রাজবাড়ীতে ৩ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে এবং এক জন কোন রকমে প্রাণে বেঁচে গেছেন। তবে যে চেঁচে আছেন তিনিও ভুগছেন নানা রকম জটিলতায়। গত রবিবার বিকালে রাজবাড়ীর সিভিল সার্জন কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন, সিভিল সার্জন ডাঃ মোঃ ইব্রাহিম টিটোন।
তিনি আরো বলেন, খেজুরের রস সংগ্রহের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা হয় না। রস সংগ্রহের সময় সেখানে বাদুর বসে। আর বাদুর মুখ দিয়ে প্র¯্রাব করে এবং লালা বের করে। আর বাদুরের লালা ও প্র¯্রাবের সাথে থাকে নিপা ভাইরাসের জীবানু। ফলে ওই রস পান করলে মানুষের নিপা ভাইরাস হয়। বিগত বছর রাজবাড়ী জেলা যে চার জন নিপা ভাইরাসে আক্রান্ত হয়েছিলো তার মধ্যে ৩ জনই মারা গেছেন। যে একজন বেঁচে আছেন, তার অবস্থাও সুখকর নয়। জটিল রোগে ভুগছেন তিনি। সমাজে ভীতিকর অবস্থার সৃষ্টি হবার আশংকায় এই তথ্য বিগত বছর প্রকাশ করেনি স্বাস্থ্য বিভাগ। তবে শীতের আগমনে এবং খেজুরের রস খাওয়ার প্রবনতা রোধ করতে আগাম সতর্ক বার্তা হিসেবে আজ এই তথ্য প্রকাশ করা হলো। এছাড়া একই দিনে রাজবাড়ীর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিক আইনশৃঙ্খলা বিষয়ক সভায় মাইকিং, মসজিদের খুৎবায় আলোচনার জন্য জেলার মসজিদ গুলো ইমামদের নির্দেশনা প্রদানও করা হয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়