রাজবাড়ীতে স্থানীয় পর্যায়ে দুর্নীতিবিরোধী আন্দোলনের অভিজ্ঞতা বিনিময় সভা
- Update Time : ০৭:০৭:১৯ অপরাহ্ন, সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩
- / ৪৪ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
দুর্নীতির বিরুদ্ধে একসাথে-এই শ্লোগানকে সামনে রেখে স্থানীয় পর্যায়ে দুর্নীতিবিরোধী আন্দোলনের অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত রাজবাড়ী শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।
সচেতন নাগরিক কমিটি (সনাক)-টিআইবি, রাজবাড়ীর আয়োজনে সনাক, ইয়েস ও এসিজি সদস্যদের যৌথ অংশ গ্রহণে এই সভা অনুষ্ঠিত হয়।
সনাকের সভাপতি প্রফেসর নুরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তৃতা করেন, সনাকের সহ-সভাপতি সাইদা খানম, নুরুল হক আলম, মোঃ সাইফুল্লাহ, আব্দুল্লাহ আল মাহমুদ রঞ্জন, সাংবাদিক জাহাঙ্গীর হোসেন, টিআইবি’র জেলা কোডিনেটর মাসুদ আহম্মেদসহ ইয়েস ও এসিজি’র সদস্যরা। পরে সনাক সদস্যরা গান ও কবিতা পাঠ করেন। এর আগে শপথ বাক্য পাঠ করান সনাকের সভাপতি প্রফেসর নুরুজ্জামান। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, সাংবাদিক সৌমিত্র শীল চন্দন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়