ঢাকাগামী মধুমতি ট্রেন স্টপজের দাবিতে রাজবাড়ীর খানখানাপুরে মানববন্ধন, ১০ মিনিট আটকে রাখলো ট্রেন
- Update Time : ০৪:২২:০৭ অপরাহ্ন, শুক্রবার, ৮ ডিসেম্বর ২০২৩
- / ১০৫ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজশাহী থেকে ছেড়ে আসা ঢাকাগামী মধুমতি এক্সপেস ট্রেন রাজবাড়ীর খানখানাপুর স্টেশনে স্টপজের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে স্থানীয় এলাকাবাসী।
শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত খানখানাপুর রেলওয়ে স্টেশন প্রাঙ্গনে খানখানাপুর ও প্বাশবর্তী ইউনিয়ন বাসীর ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এদিকে রাজশাহী থেকে ছেড়ে আসা মধুমতি এক্সপ্রেস ট্রেনটি বিভিন্ন স্টেশনে যাত্রা বিরতি দিয়ে বেলা ১১টা ২০ মিনিটের দিকে খানখানাপুর স্টেশনে পৌছালে মানববন্ধনকারীরা আটকে দেয় ট্রেনটি । এ সময় ১০ থেকে ১৫ মিনিট ট্রেনটি আটকে রেখে ১৫ দিনের আল্টিমেটাম দিয়ে ট্রেনটি ছেড়ে দেয় মানববন্ধনকারীরা। পরে ট্রেনটি ছেড়ে যায়।
এরআগে রাজশাহী থেকে এসে মধুমতি এক্সপ্রেস ট্রেনটি যাত্রা বিরতি দিয়ে ১১টা ৫ মিনিটে রাজবাড়ী রেলওয়ে স্টেশন থেকে ট্রেনটি ছেড়ে যায়।
মানববন্ধনে উপস্থিত ছিলেন, খানখানাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম, খানখানাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ ফরহাদ নান্নু, সহ সাধারণ সম্পাদক মো. হারুন অর রশিদ, ১ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য নব কুমার দত্ত, ঢাকাস্থ খানখানা পুর সমিতি যুগ্ম আহবায়ক শিক্ষক আলমগীর হোসেন, খানখানাপুর বাজার ব্যবসায়ী পরিষদের প্রচার ও ক্রীড়া সম্পাদক মো. রাকিবুল হাসান বাদশা, যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাহরিয়ার হাসান ফারুক সহ ৫ শতাধিক এলাকাবাসী।
মানববন্ধনকারীরা রেল কর্তৃপক্ষকে আগামী ১৫ দিনের সময় বেঁধে দেন। এর পরেও যদি মধ্যে মধুমতি এক্সপ্রেস ট্রেনটি খানখানাপুর রেল স্টেশনে স্টপেজ না দেয় তাহলে বৃহত্তর কর্মসূচি পালনের হুশিয়ারি দেন। খানখানাপুর একটি গুরুত্বপূর্ণ স্টেশন। এখান থেকে বহু যাত্রী বিভিন্ন কাজে ঢাকায় যাতায়াত করেন। ফলে এখানে মধুমতি ট্রেনের স্টপেজ প্রয়োজন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়