রাজবাড়ীর কালুখালীতে ট্রেনের সাথে রিকশা ভ্যানের সংঘর্ষ, নিহত ২
- Update Time : ০৪:৩২:০৯ অপরাহ্ন, সোমবার, ৪ ডিসেম্বর ২০২৩
- / ২৫৩ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের সূর্যদিয়া গ্রামে ট্রেনের সাথে রিকশা ভ্যানের সংঘর্ষে দুই জন নিহত হয়েছে। সেই সাথে ভেঙ্গে গুড়িয়ে গেছে ওই রিকশা ভ্যানটি।
সোমবার সকাল ৯টা ৪৫ মিনিটের দিকে গোপালগঞ্জ থেকে ছেড়ে আসা রাজশাহী গামী টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের একজনের নাম খয়ের খা (৭০)। তার বাড়ী জেলার কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের কামিয়া চর গ্রামের দোত খা’র ছেলে এবং জেলার বালিয়াকান্দি উপজেলার কাউনাইল গ্রামের মৃত আলহাজ¦ শেখের ছেলে ও ভ্যানচালক আলমগীর হোসেন শেখ (৩২)।
জানাগেছে, সুর্য্যদিয়া রেল গেটে কোন গেট ম্যান নেই। সেখানে একটি সর্তকতা মূলক নির্দেশনা দেয়া আছে।
নিহত খয়ের খায়ের জামাই ফিটক শেখ বলেন, সকালে বাড়ী একই উপজেলার মদাপুর ইউনিয়নের গড়িয়ানা গ্রামে আমার বাড়ীতে বেড়াতে আসতেছিল। এজন্য কালুখালি এসে একটা রিকশা ভ্যানে চরে। সুর্য্যদিয়া রেল গেটে কোন গেট ম্যান নেই। ফলে ভ্যান চালক ট্রেন আসা খেয়াল করেনি। দুইজনের ঘটনা স্থলেই মৃত্যু হয়।
রাজবাড়ী রেলওয়ে থানার ওসি সোমনাথ বসু জানান, রাজবাড়ী কালুখালী উপজেলার সূর্য্যদিয়া এলাকায় ট্রেনে কাটা পরে দুইজন নিহত হয়েছে। রেল পুলিশ ঘটনা স্থলে রওনা হয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়