দ্বাদশ সংসদ নির্বাচন : রাজবাড়ীর দু’টি আসনে ৭ প্রার্থীর মনোনয়ন বাতিল
- Update Time : ০৪:২৬:২২ অপরাহ্ন, সোমবার, ৪ ডিসেম্বর ২০২৩
- / ৩৫৬ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
আগামী ৭ জানুয়ারী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। ওই নির্বাচনের যাচাই বাছাইয়ের শেষ দিন ছিলো সোমবার। এ দিন রাজবাড়ীর দুটি আসন থেকে ৭ প্রার্থীর মনোনয়ন বাতিল ঘোষনা করেছে জেলা প্রশাসক ও জেলা রির্টানিং অফিসার আবু কায়সার খান।
মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা হলেন, রাজবাড়ী-১ আসনের স্বতন্ত্র প্রার্থী এ্যাডভোকেট ইমদাদুল হক বিশ্বাস, আশিশ আকবর শুবির, মান্নান মুসুল্লী ও স্বপন কুমার বিশ্বাস। এই চার জনেরই মনোনয়নপত্র বাতিল হয়েছে মোট ভোটারের এক শতাংশ ভোটারের দেয়া মৃত, টিপসাই বা স্বাক্ষর না থাকা এবং রিটানিং অফিসারের কার্যালয় থেকে যোগাযোগ করার পর ভোটাররা সমর্থন দেননি বলে লিখিত দেয়ায়ার জন্য। অপরদিকে, রাজবাড়ী-২ আসন থেকে মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা হলেন, স্বতন্ত্র ও বিদ্রোহী প্রার্থী কৃষকলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নুরে আলম সিদ্দিকী হক, মুক্তিজোটের প্রার্থী আব্দুল মালেক মন্ডল ও তৃনমূল বিএনপির প্রার্থী এস এম ফজলুল হক। এর মধ্যে নুরে আলম সিদ্দিকী হকের ১০ জন ভোটারের মধ্যে চার জন সমর্থন না দেয়া এবং অপর দুই জনে ব্যাংক ঋণের জটিলতার অভিযোগ রয়েছে।
রাজবাড়ী-১ আসনে বৈধ প্রার্থী হলো, রাজবাড়ী-১ আসনের মনোনয়নপত্র দাখিলকারীরা হলো – কাজী কেরামত আলী (বাংলাদেশ আওয়ামীলীগ) (জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি, রাজবাড়ী-১ আসনের বর্তমান এমপি ও সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী), সুলতান (তৃণমূল বিএনপি), ডিএম মুজিবুর রহমান (তৃণমূল বিএনপি), খোন্দকার হাবিবুর রহমান (জাতীয় পার্টি) এবং মোঃ আবু বক্কার সিদ্দিক (জাকের পার্টি)।
এছাড়া রাজবাড়ী-২ আসনে বৈধ প্রার্থীরা হলো, মোঃ জিল্লুল হাকিম (বাংলাদেশ আওয়ামীলীগ) (জেলা আওয়ামীলীগের সভাপতি ও বর্তমান এমপি), মোহাম্মদ আলী বিশ্বাস (জাকের পার্টি), আব্দুল মতিন মিয়া (জাতীয় সমাজতান্ত্রীক দল জাসদ) এবং মোঃ শফিউল আজম খান (জাতীয় পার্টি)।
রাজবাড়ীর জেলা প্রশাসক ও জেলা রির্টানিং কর্মকর্তা আবু কায়সার খান জানান, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজবাড়ীর দুটি আসন থেকে মোট ১৬ জন প্রার্থী তাদের মনোনয়ন জমা দিয়েছিলেন। যার মধ্যে রাজবাড়ী-১ আসনে ৯জন এবং রাজবাড়ী-২ আসনে ৭ জন রয়েছে। যাদের মধ্য থেকে বিভিন্ন কারনে ৭ জনের মনোনয়ন বাতিল ঘোষনা করা হয়েছে। তবে বাতিল হওয়া প্রার্থীরা মনোনয়ন বৈধতার জন্য আপিল করতে পারবেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়