বাংলাদেশ ব্লাড ডোনার এসোসিয়েশনের ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত, স্বেচ্ছাসেবীদের মিলন মেলা

- Update Time : ০৮:০৪:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০২৩
- / ৮০ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীতে রক্তদানকারী স্বেচ্ছাসেবীদের মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ব্লাড ডোনার এসোসিয়েশনের তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এই মিলন মেলা অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে মঙ্গলবার দিন ব্যাপী রাজবাড়ী পৌরসভা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় আলোচনা সভা, সম্মাননা স্মারক প্রদান ও কেক কাটা হয়।
বাংলাদেশ ব্লাড ডোনার এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা ও পরিচালক শাহরিয়ার রিয়াজের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন, রাজবাড়ীর পুলিশ সুপার জি এম আবুল কালাম আজাদ।
বিশেষ অতিথি ছিলেন, সিভিল সার্জন ডাঃ মোঃ ইব্রাহিম টিটোন, রাজবাড়ী পৌরসভার মেয়র আলমগীর শেখ তিতু, জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফকীর আব্দুল জব্বার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইফতেখারুজ্জামান, জেলা সমাজ সেবা কর্মকর্তা রুবাইয়াত মোঃ ফেরদৌস, রাজবাড়ী প্রেসক্লাবের সহ-সম্পাদক জাহাঙ্গীর হোসেন প্রমুখ।
দ্বিতীয় পর্বে প্রধান অতিথি হিসেবে সম্মাননা স্মারক তুলে দেন সদ্য পদোন্নতী প্রাপ্ত পুলিশ সুপার (রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার) রেজাউল করিম। এর আগে জেলা শহরে বর্ণাঢ্য র্যালী বের করা হয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়