পাংশায় শ্বাসরোধে হত্যা করা কিশোর ভ্যান চালকের লাশ উদ্ধার –
রাজবাড়ী বার্তা ডট কম :
আজ রবিবার সকালে রাজবাড়ীর পাংশা পৌর শহরের বিষ্ণপুর গ্রামের একটি পাট ক্ষেত থেকে রিন্টু নামে ১২ বছর বয়সী এক কিশোর ভ্যান চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সে ওই উপজেলার পাট্টা গ্রামের লিয়াকত আলীর ছেলে।
জানা যায়, প্রতিদিনের মত গত শনিবার সে ভ্যান নিয়ে বাড়ি বের হয়। এর পর থেকে তার কোন সন্ধান পাচ্ছিল না পরিবারের সদস্যরা। আজ সকালে ওই পাট ক্ষেতে রিন্টুর মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পাংশা থানা পুলিশের সদস্যরা ঘটনা স্থলে এসে লাশ উদ্ধার করে তা ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়।
(Visited 103 times, 1 visits today)