রাজবাড়ীতে পাচার কালে কাবিখা’র ২০টন চালসহ ট্রাক আটক
- Update Time : ০৯:৩৬:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২৭ অক্টোবর ২০২৩
- / ৪৫৩ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীতে কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচী (কাবিখা)’র ২০ মেট্রিক টন চালসহ ট্রাক আটক করা হয়েছে। গত বৃহস্পতিবার সন্ধ্যা রাতে রাজবাড়ী জেলা শহরের ২নং রেলগেট এলাকা থেকে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের সদস্যরা ওই চাল আটক করে। যদিও শুক্রবার বিকাল পর্যন্ত এ ঘটনায় কোন আইনগত পদক্ষেপ গ্রহণ করা হয়নি। তবে কাবিখা’র চাল প্রকল্প এলাকায় না নিয়ে একযোগে ট্রাকে পাচারের চেষ্টার ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ মনিরুজ্জামান খান জানিয়েছেন, রাজবাড়ী সদর খাদ্য গুদাম থেকে এক ট্রাক চাল পাচার করে নিয়ে যাওয়া হচ্ছে এমন তথ্যের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার সদস্যরা রাজবাড়ী বাজারের ২নং রেলগেট এলাকায় অবস্থান নেয়। ওই সময় সদর উপজেলা খাদ্যগুদাম থেকে চাল বোঝাই ট্রাকটি সেখানে পৌছলে তা তারা আটক করে রাজবাড়ী থানায় নিয়ে যান। তবে শুক্রবার বিকাল পর্যন্ত এ ঘটনায় কোন অভিযোগ দায়ের করা হয়নি। কেন দায়ের হয় নি, এমন প্রশ্নের জবাবে তিনি (ডিবি ওসি) জানিয়েছেন, চাল উত্তোলনের বৈধ কাগজপত্র তাদের দেখানো হয়েছে।
সদর উপজেলা খাদ্য গুদাম কর্মকর্তা সাফায়েত হোসেন জানিয়েছেন, সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নে রাস্তা মাটি দ্বারা মেরামতের এই চাল বরাদ্দ করা হয়েছে। ৬টি প্রকল্পের বিপরীতে ৬জন প্রকল্প সভাপতি বাবু শেখ, তালেব সরদার, মান্নান মোল্লা, তালেব মন্ডল, উজ্জলসহ ৬জন সদর উপজেলা খাদ্য গুদামে আসে এবং তাদের উপস্থিতিতে ওই চাল ট্রাকে তোলা হয়। যে চাল ক্রয় করেছেন সদর উপজেলার বাণিবহের চাল ব্যবসায়ী ওহাব।
রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী অফিসার সারমীন ইয়াছমীন জানান, কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচীর চাল একত্রিত হয়ে একটি ট্রাকে তোলার সুযোগ নেই। বিষয়টি খতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়