ব্রেকিং নিউজঃ
রাজবাড়ীর দয়াল নগরে ‘মেঘলা ছায়া’ ভাসমান রেস্টুরেন্ট’র উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক
- Update Time : ০৮:৫৬:২৩ অপরাহ্ন, বুধবার, ১৮ অক্টোবর ২০২৩
- / ৯৭৭ Time View
ইমরান হোসেন মনিম, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর দয়াল নগরে মেঘলা ছায়া নামে ভাসমান রেস্টুরেন্ট’র উদ্বোধন করা হয়েছে।বুধবার সন্ধ্যায় কেকে ফিতা কেটে আনুষ্ঠানিক ভাবে এ রেস্টুরেন্ট উদ্বোধন করেন রাজবাড়ী -১ আসনের সংসদ সদস্য সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী।
এসময় উপস্থিত ছিলেন, রাজবাড়ী জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যা আজম আলী মন্ডল,জেলা আওয়ামীলীগের সহ সভাপতি হেদায়েত আলী সোহরাব, জেলা আওয়ামীলীগের সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক আমজাদ হেসেন, দয়াল নগর গ্রামের সাবেক ইউনিয়ন পরিষদ সদস্য দেলোয়ার হোসেন দোলো মেম্বার, সহ স্থানীয় গন্য মান্য ব্যাক্তিরা।
ভাসমান রেস্টুরেন্টের মালিক দেলোয়ার হোসেন দোলো জানান,এ এলাকায় কোন বিনোদনের স্থান নাই।এ কারনে আমার এই দিঘির (পুকুর) মধ্যে একটি ভাসমান বমেদন কেন্দ্র ও রেস্টুরেন্ট করেছি।আশা করি এ স্থানে বিনোদন প্রেমিদের বিনোদন কেন্দ্র হিসেবে জমে উঠবে।এই ভাসমান রেস্টুরেন্টকে কেন্দ্র করে আজ এখানে ভেলা বাইচ অনুষ্ঠিত হয়েছে।সেখানে কয়েক হাজার দর্শনার্থী মানুষ বিনোদনের জন্য এসে আনন্দ উপভোগ করেছে।
সংসদ সদস্য কাজী কেরামত আলী বলেন,এ এলাকা বিনোদনের কোন কিছু ছিলনা।আজ দোলো মেম্বার এ ভাসমান রেস্টুরেন্ট করায় এখানে আলাদা একটি সুন্দর বিনোদনের স্থা হল।আশা রাখি মানুষের ভালো লাগার একটি জায়গা হয়েছে মানুষ এখানে এসে আনন্দ উপভোগ করতে পারবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়
রাজবাড়ীতে বিএনপি’র খৈয়ম গ্রুপের সাথে যুবলীগ ও ছাত্রলীগের ধাওয়া পাল্টা ধাওয়া: ভাংচুর,গুলি, আটক
২৮০