রাজবাড়ীর দাদশীতে দু’দিনব্যাপী গ্রাম বাংলার ‘লাঠিবাড়ি ও হাডুডু’ খেলা শুরু

- Update Time : ০৮:৪৩:৫১ অপরাহ্ন, শুক্রবার, ১৩ অক্টোবর ২০২৩
- / ১৭১ Time View
রুবেলুর রহমান, রাজবাড়ী বার্তা ডট কম :
মাদক থেকে যুব সমাজকে দুরে রাখা এবং গ্রামীণ খেলা ফিরিয়ে আনার লক্ষে শেখ ফাউন্ডেশেনের উদ্দ্যোগে রাজবাড়ীতে দুই দিনব্যাপী গ্রাম বাংলার প্রায় বিলুপ্ত লাঠিবাড়ি ও হাডুডু খেলা শুরু হয়েছে।
শুক্রবার বিকালে দাদশী ইপির সিংঙা সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে লাঠিবাড়ী খেলার মাধ্যমে দুই দিনব্যাপী এই গ্রামীণ খেলার উদ্বোধন করেন, রাজবাড়ী সদর উপজেলা চেয়ারম্যান এ্যাডঃ ইমদাদুল হক বিশ্বাস।
এ সময় বাদ্যের তালে কাটাখালীর হারুন অর রশিদের দলের নের্তৃত্ব দেন মোঃ শাহিন সরদার। ৩২ জনের দল লাঠিবাড়ী, রামদা, সরকি, বুকের ওপর ইটভাঙ্গা, টিউব লাইট খাওয়া, শূন্যের ওপর লাঠি ও রামদা ঘোড়ানো ও মাথার চুলের সাথে ঢেঁকি ঘুড়ানোসহ নানা ধরনের অঙ্গ-ভঙ্গি প্রদর্শন করেন।
এদিকে গ্রামীন এই খেলা দেখতে ভাচ্যুয়ালি যুক্ত হন শেখ ফাউন্ডেশনের সভাপতি প্রবাসী আব্দুল বারেক শেখ (ফারুক)সহ কমিটির অন্যান্য সদস্যরা।
উদ্বোধনী দিনে দাদশী ইউপি চেয়ারম্যান মোঃ দেলোয়ার শেখ এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, দাদশী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ রজমান আলী, সাধারন সম্পাদক জাহাঙ্গীর মিয়া, সিংঙা নিজাতপুর বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি আজাহার খান, সাবেক জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক সাইফুল ইসলাম এরশাদ, ৬ নং ওয়ার্ড সদস্য মোঃ জনি মন্ডল প্রমূখ।
এ সময় খেলা দেখতে স্কুলের ছাদ, মাঠ ও আশপাশের গাছে প্রায় ২ থেকে ৩ হাজার দর্শকের উপস্থিতি ঘটে।
উল্লেখ্য, দুই দিনব্যাপী এ গ্রামীণ খেলায় আগামীকাল শনিবার হাডুডু খেলা অনুষ্ঠিত হবে। এবং খেলা শেষে লাঠিবাড়ী ও হাডুডু খেলায় বিজয়ী দলকে পুরস্কৃত করা হবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়