পাঁচুরিয়ায় গরু চুরি করতে গিয়ে গণধোলাই খেলো তরিকুল, গ্রেপ্তার হয়ে হাসপাতালে
- Update Time : ১২:০০:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩
- / ৭৪০ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
গরু চুরি করতে গিয়ে রাজবাড়ীতে ছাত্রলীগ নেতার ভাই তরিকুল হাওলাদার গণধোলাইয়ের স্বীকার হয়েছে। তাকে আহত অবস্থায় রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তরিকুল রাজবাড়ী সদর উপজেলার পাঁচুরিয়া ইউনিয়নের কুঠিপাঁচুরিয়ার জগৎপুর গ্রামের মোতালেব হাওলাদারের ছেলে এবং পাঁচুরিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শরিফুল হাওলাদারের ছেলে। এ ঘটনায় পাঁচুরিয়া ইউনিয়নের দয়ালবন্দ গ্রামের মোঃ ওসমান গনি পাটোয়ারীর ছেলে রুহুল আমিন বাদী হয়ে তরিকুল হাওলাদারসহ ৪/৫ জনকে অজ্ঞাত আসামী করে রাজবাড়ী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। ওই মামলায় তারিকুল হাওলাদারকে গ্রেপ্তার করা হয়েছে।
মামলার বাদী জানিয়েছেন, গত সেমবার দিবাগত রাত ২ টার দিকে আমার বাড়িতে তরিকুল হাওলাদারসহ ৪/৫ জন প্রবেশ করে। তারা আমার গোয়াল ঘরে থাকা প্রায় সাড়ে ৫লাখ টাকা মূল্যের চারটি গাভি বের করে নিয়ে রওনা হয়। গরু নিয়ে যাবার শব্দে আমার ঘুর ভেঙ্গে যায় এবং জানালা দিয়ে তাকিয়ে দেখি গরু নিয়ে যাওয়া হচ্ছে। তখন তিনি চিৎকার করেন। সে সময় আশপাশের লোকজন এসে হাতে নাতে তরিকুলকে গরুসহ আটক করে গণধোলাই প্রদান করে। খবর পেয়ে আসামী তরিকুলের ভাই শরিফুলসহ বেশ কয়েকজন জন ঘটনাস্থলে আসে। তারা তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে ভর্তি করে।
স্থানীয়রা জানায়, তাদের এলাকায় মাঝে মধ্যেই গরু, ছাগলসহ বাড়ী ঘরের বিভিন্ন জিনিসপত্র চুরি হচ্ছে।
আসামী তরিকুলের বড় ভাই শরিফুল জানায়, চোরের অপবাদ দিয়ে তার ভাইকে হত্যার উদ্দেশ্যে মারপিট করা হয়েছে। আমার ছোট ভাই বর্তমানে সদর হাসপাতালে ভর্তি রয়েছে।
রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহাদাত হোসেন জানান, গরু চুরির ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। একজনকে গ্রেপ্তার করা হয়েছে, সে হাসপাতালে ভর্তি রয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়