রাজবাড়ীতে দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

- Update Time : ০৮:৩৫:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর ২০২৩
- / ১১৯ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
টিআইবি’র ও সচেতন নাগরিক কমিটি (সনাক) রাজবাড়ী আয়োজনে মঙ্গলবার দুপুরে শের ই বাংলা বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে টিআই, টিআইবি ও দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন বিষয়ক ওরিয়েন্টেশন মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচীতে ৪ টি সেবাদানকারী প্রতিষ্ঠান ভিত্তিক গঠিত একটিভ সিটিজেন গ্রুপের সদস্যরা অংশগ্রহন করেন।
সনাক সভাপতি প্রফেসর মোঃ নূরুজ্জামানের উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে ওরিয়েন্টেশন শুরু হয়। এরপর স্বাগত বক্তব্য রাখেন সনাক সদস্য সানজিদা আকতার, সনাক সদস্য সাংবাদিক জাহাঙ্গীর হোসেন, সৌমিত্র শীল চন্দন এবং প্রশিক্ষনের উদ্দেশ্য নিয়ে আলোচনা করেন সনাক সহ-সভাপতি মুহাম্মদ সাইফুল্লাহ।
এরপর টিআইবি এর এরিয়া কো-অর্ডিনেটর মাসুদ আহমেদ পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে টিআই, টিআইবি সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতি, দুর্নীতি সম্পর্কে ধারণা প্রদান — দুর্নীতি কি?, দুর্নীতির ধরন, কারণ ও প্রভাব, দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন: তরুণ প্রজন্মের ভূমিকা, ইয়ুথ এনগেইজমেন্ট অ্যান্ড সাপোর্ট (ইয়েস) গঠনের প্রেক্ষাপট ও উদ্দেশ্য, এসিজি কর্মসূচি সম্পর্কে ধারণা প্রদান, এসিজি অপারেশনাল গাইডলাইন দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন কার্যক্রমে জেন্ডার সংবেদনশীলতার গুরুত্ব, পার্টিসিপেটরি অ্যাকশন অ্যাগেইনস্ট করাপশন: টুওয়ার্ডস ট্রান্সপারেন্সি অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি (প্যাকটা) প্রকল্প সম্পর্কে ধারণা প্রদান, টিআইবি’র নৈতিক আচরণবিধি, দুর্নীতিবিরোধী আন্দোলনে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের ক্ষেত্রে করণীয় ইত্যাদি বিষয়ে আলোচনা করেন। শেষে সনাক সভাপতি প্রফেসর মোঃ নুরুজ্জামান সবাইকে দুর্নীতিবিরোধী শপথ পাঠ করান এবং কর্মসূচী সমাপ্ত করেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়