পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভোগান্তি : সেবা না পেয়ে মৃত্যুর ঘটনায় মানববন্ধন

- Update Time : ০৬:১৭:৪৯ অপরাহ্ন, বুধবার, ১৩ সেপ্টেম্বর ২০২৩
- / ১২০ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেবা নিতে আসা রোগীদের ভোগান্তি ও সঠিক চিকিৎসার অভাবে মৃত্যুর প্রতিবাদে মানববন্ধন করেছে উপজেলার সচেতন নাগরিক সমাজ।
বুধবার (১৩ সেপ্টেম্বর) সকাল ১১ টার দিকে পাংশা উপজেলার পরিষদের সামনে পাংশা সচেতন নাগরিক সমাজের সমন্বয়ক ও পাংশা প্রেসক্লাবের সভাপতি এস এম রাসেল সভাপতিত্বে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য প্রদান করেন, পাংশার সাংবাদিক মাসুদ রেজা শিশির, পাংশা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদ, মোঃ রতন মাহাবুব ও প্রেসক্লাবের প্রচার সম্পাদক, মোঃ শাহিন রেজা ও প্রেসক্লাবের আপ্যায়ন সম্পাদক মোঃ আল-আমিনসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
মানববন্ধনে অংশগ্রহণকারী সচেতন নাগরিকরা বলেন, বিগত দিনে সাপের কামড়ে দুইজনের মৃত্যু হয়েছে। তাদেরকে সময় মত এন্টিভেনম দিলে তাদের মৃত্যু হতো না। তারা আরো অভিযোগ করেন, পাংশা হাসপাতালে রোগীদের সঠিক চিকিৎসা দেওয়া হয় না। কোন ওষুধ পাওয়া যায় না, সেই সাথে ডাক্তার ও নার্স কর্তৃক রোগীদের নানা ধরনের ভোগান্তি পোহাতে হয়।
সাপের কামড়ে মারা যাওয়া অষ্টম শ্রেণীর স্কুল ছাত্রী সাফা পারভীনের মা কান্না জড়িত কন্ঠে বলেন, আমার মেয়েকে সাপে কামড়ানোর পরে পাংশা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে সঠিক চিকিৎসা দেয়নি যার কারনে আমার মেয়ে মৃত্যু হয়েছে। সময়মতো এন্টিভেনম দিলে আমার মেয়ে মারা যেত না। তিনি আরো বলেন, এভাবে চিকিৎসার অভাবে যেন আর কোন মায়ের কোল খালি না হয় সেই দিকে নজর দেওয়ার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি।
উল্লেখ্য, গত ২২ আগষ্ট সাপের কামড়ে সাফা পারভীন (১৩) নামে অষ্টম শ্রেণীর এক স্কুল ছাত্রী ও ১০ সেপ্টেম্বর হামিদুর রহমান নামে আরেকজনের মৃত্যু হয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়