রাজবাড়ীতে মাদক মামলায় খুলনার রাকিবের যাবজ্জীবন কারাদন্ড
- Update Time : ১০:৩৬:০৪ অপরাহ্ন, সোমবার, ১১ সেপ্টেম্বর ২০২৩
- / ২৭৪ Time View
সোহেল রানা, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীতে মাদক মামলায় মোঃ আসাবুর রহমান রাকিব (১৯) নামে এক মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেছে। সে খুলনা জেলার তেরখাদা থানার লষ্করপুর এলাকার মোঃ সামাদ শিকদারের ছেলে।
সোমবার দুপুরে রাজবাড়ী অতিরিক্ত দায়রা জজ আদালত-১ এর বিচারক জান্নাতুন লিলিফা আকতার জা এ রায় প্রদান করেন। রায় ঘোষণার সময় আসামী আদালতে উপস্থিত ছিলেন পরে তাকে কারাগারে প্রেরণ করা হয়।
মামলা সূত্রে জানাগেছে, ২০১৪ সালের ২০ আগস্ট রাজবাড়ী সদর থানার চর খানখানাপুর এসএস হ্যাচারীর সামনে ঢাকা-খুলনা মহাসড়কে রাজবাড়ী ডিবি পুলিশের এসআই সোলাইমান কাজী সঙ্গীয় ফোর্স সহ যানবাহন চেকিংয়ের সময় একটি লোকাল বাস ( রেজিঃ নং- ফরিদপু ব-১১-০০২১) তল্লাশীর সময় বাসে বসা যাত্রী মোঃ আসাবুর রহমান রাকিবের দুই পায়ের মাঝে রাখা একটি কালো রঙের ট্রাভেল ব্যাগ থেকে ২৬ বোতল ফেন্সিডিল উদ্ধার করেন। পরে তাকে গ্রেপ্তার করে ২০১৪ সালের ২০ আগস্ট রাজবাড়ী সদর থানায় একটি মামলা দায়ের করেন।
রাজবাড়ী আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আবু বক্কর এ রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়