রাজবাড়ীতে হঠাৎ করেই নারীর প্রতি সহিংসতা বৃদ্ধি : প্রতিবাদে মহিলা পরিষদের স্মারকলিপি প্রদান

- Update Time : ০৬:৪৬:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর ২০২৩
- / ১৭৫ Time View

রাজবাড়ীর জেলা প্রশাসক আবু কায়সার খান ও পুলিশ সুপার জিএম আবুল কালাম আজাদের কাছে ওই স্মারকলিপি প্রদান করা হয়।

রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীতে হঠাৎ করেই নারীর প্রতি সহিংসতা বৃদ্ধি পেয়েছে। মাত্র ২০ দিনের মধ্য হত্যা, ধর্ষণ, যৌতুকের দাবিপূরণ না করায় ঘুমের ঔষধ খাইয়ে ধারালো অস্ত্র দিয়ে গৃহবধূকে পায়ের তলায় মারাত্বক ভাবে আঘাত করার ৬টি ঘটনা উল্লেখ করে এর প্রতিবাদে বাংলাদেশ মহিলা পরিষদ রাজবাড়ী জেলা শাখার পক্ষ থেকে স্মারকলিপি প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে রাজবাড়ীর জেলা প্রশাসক আবু কায়সার খান ও পুলিশ সুপার জিএম আবুল কালাম আজাদের কাছে ওই স্মারকলিপি প্রদান করা হয়।
বাংলাদেশ মহিলা পরিষদ রাজবাড়ী জেলা শাখার সভাপতি ডাঃ পূর্ণিমা দত্ত, সাধারণ সম্পাদক ক্রিস্টিনা মারিও রেখা এবং লিগ্যাল এইড সম্পাদক রেহেনাজ পারভীন সালমা স্বাক্ষরিত ওই স্মারকলিপিতে বলা হয়েছে, গত ১৯ আগষ্ট গৃহবধু মিনু বেগম (২৭) নিখোঁজ হন। নিখোঁজের ১৪ দিনপরে নিজ বাড়ির টয়লেটের ট্যাংকি থেকে গৃহবধুর পঁচা গলা লাশ উদ্ধার করা হয়। এই ঘটনার আসামী হলো, স্বামী উজ্জ্বল শেখ, শ্বশুর কুদ্দুস শেখ, শ্বাশুড়ী জহুরা বেগম। তারা জেলার বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের তেতুলিয়া গ্রামের বাসিন্দা। গত ২০ আগষ্ট নিজ বাড়িতে প্রবাসীর স্ত্রী রুমা খাতুনকে হাত পা বেঁধে হত্যা করা হয়। আসামী হলো, জেলার পাংশা উপজেলার মছিদাহ খামারডাঙ্গী পাট্রা গ্রামের খলিল শেখের ছেলে মিলন শেখ। গত ৩১ আগষ্ট যৌতুকের দাবিপূরণ না করায় ঘুমের ঔষধ খাইয়ে ধারালো অস্ত্র দিয়ে গৃহবধূকে পায়ের তলায় মারাত্বক ভাবে আঘাত করে। আসামী হলো, জেলার কালুখালী উপজেলার মদাপুর ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামের আকবর মোল্লার ছেলে গিয়াসউদ্দিন। গত ২ সেপ্টেম্বর প্রেমের সর্ম্পকে বিয়ের প্রলোভন দেখিয়ে শিক্ষার্থীকে ধর্ষণ। আসামী হলো, রাজবাড়ী সদর উপজেলার আলপিুর ইউনিয়নের আলাদিপুর কাঠালতলা গ্রামের দুলাল শেখের ছেলে হৃদয় শেখ। গত সেপ্টেম্বর জেলার কালুখালীতে দলবদ্ধ ভাবে ধর্ষণের পর হত্যা করা হয় জান্নাতুল নেছা (১৯)। আসামীরা হলো, রবিউল খান (২১), হাকিম মন্ডল (২০), হাসিব খান (২০)। তারা জেলার পাংশা উপজেলার বিকয়া গ্রামের বাসিন্দা।
স্মারকলিপিতে আরো বলা হয়, আমরা লক্ষ্য করছি যে, রাজবাড়ীতে নারীর প্রতিসহিংসতা মাত্রাতিরিক্ত ভাবে বেড়েই চলেছে। ওই ঘটনাসমূহে আমরাক্ষুদ্ধ ও মর্মাহত। আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। একই সাথে উক্ত ঘটনা সমূহের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে আসামীদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানাচ্ছি।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়