মুরগী খেতে এসে রাজবাড়ীতে বিরল ও বিলুপ্ত প্রজাতির ঘড়িয়াল ধরা

- Update Time : ০৭:২৩:২৯ অপরাহ্ন, রবিবার, ৩০ জুলাই ২০২৩
- / ৫৩ Time View

ইমরান হোসেন মনিম, রাজবাড়ী বার্তা ডট কম :
মুরগী খেতে এসে রাজবাড়ীতে বিলুপ্ত ও বিরল প্রজাতির একটি ঘড়িয়াল উদ্ধার করা হয়েছে। ঘড়িয়ালটির দৈর্ঘ্য ৫ ফুট ও এর ওজন প্রায় ২৫ কেজি ।
রবিবার সকাল ১২ টার দিকে জেলা শহরের সজ্জনকান্দা এলাকার বদিউজ্জামান মাসুমের বাড়ির মুরগীর ঘরে দেখতে পাওয়া যায় একটি বিরল প্রজাতির ঘড়িয়াল। বাড়ির মালিক মাসুমের ছোট ছেলে হামিম ঘড়িয়ালটি প্রথমে দেখতেপায়। খাবারের সন্ধানে গিয়ে ঘড়িয়ালটি ওই বাড়িতে গিয়েছে বলে জানান বাড়ীর মানুষ। বাড়ীর মালিক বদিউজ্জামান মাসুম বলেন, সকাল ১১ টার দিকে আমার বাড়ির মুরগী ঘরে খাবারের সন্ধানে ঢুকে ঘড়িয়ালটি। এসময় আমার ছেলে হামিম এ ঘড়িয়ালটি দেখতে পায়। তখন আমি বন বিভাগে খবর দিলে। বন বিভাগের লোক আসে। বন বিভাগের ফরেস্ট গার্ড আজিজুল ইসলাম ঘড়িয়ালটি অবমুক্ত করতে সেখান থেকে বস্তা ভর্তি করে নিয়ে যায়।
রাজবাড়ী বন বিভাগের ফরেষ্টগার্ড আজিজুল ইসলাম জানান, এখন এই প্রজাতির ঘরিয়াল তেমন একটা দেখা যায়না। এ ঘরিয়াল গুলো এখন বিলুপ্তির পথে। বড় আকৃতির ঘড়িয়ালটি একটি বাড়িতে খাবার খেতে গিয়ে আটকা পরে। আটক করে আমাদের জানানো হয়। পরে আমি বন বিভাগের সাথে আলেচনা করে ঘড়িয়ালটি উদ্ধার করে অবমুক্ত করতে নিয়ে যাই।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়