নগ্নভিডিও প্রচারের অপরাধে রাজবাড়ীতে কারারক্ষির বিরুদ্ধে পন্যগ্রাফি আইনে মামলা

- Update Time : ০৬:৫৩:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২১ জুলাই ২০২৩
- / ৩৫ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
সাবেক স্ত্রীর নগ্নভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারের অভিযোগে পলাশ হোসেন (৩৭) নামে একজন কারারক্ষির বিরুদ্ধে আদালতের নির্দেশে গত বৃহস্পতিবার দুপুরে রাজবাড়ী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পলাশ মাদারীপুর জেলার রাজৈর উপজেলার কুটিবাড়ী গ্রামের মোঃ বাবুল হোসেনের ছেলে এবং ফরিদপুর কারাগারের একজন কারারক্ষি।
মামলার বাদী ওই নারী জানান, কয়েক বছর আগে কারারক্ষি পলাশ হোসেন রাজবাড়ী জেলা কারাগারে কর্মরত ছিলেন। ওই সময় মোবাইল ফোনে প্রেমের সম্পর্কের সূত্রধরে তিনি দুই কন্যা সন্তান ও স্বামীকে ফেলে রেখে কারারক্ষি পলাশকে বিয়ে করেন। পলাশ ও তার সংসারেও আরেকটি কন্যা সন্তানের জন্ম হয়। এরই মাঝে তিনি জানতে পারেন পলাশের আরেকটি স্ত্রী ও সন্তান আছে। সে কারণে তিনি পলাশকে খোলা তালাক প্রদান করেন। পরবর্তীতে বিয়ের পর পলাশ গোপনে তাদের অন্তরঙ্গ হবার নগ্নভিডিও ধারণ করে এবং তা চলতি বছরের ১২ জুন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেবার ভয় দেখায়। একই সাথে তার কাছে মোটা অংকের টাকা বাদী করে। পলাশসহ তার সহযোগি জমরুদ নামে অপর একটি ফেসবুক আইডি থেকে একের পর এক ওই সব নগ্ন ভিডিও তাকে প্রদান করে। এতে তিনি মানুষিক ভাবে ভেঙ্গে পরেছেন। যে কারণে তিনি বাদী হয়ে রাজবাড়ীর ১ নং আমলী আদালতে পন্যগ্রাফি আইনে একটি মামলা দায়ের করেন।
রাজবাড়ী থানার ওসি মোহাম্মদ সাহাদত হোসেন বলেন, আদালতের নির্দেশে মামলাটি থানায় রেকর্ড করা হয়েছে। আসামি কারারক্ষি পলাশ হোসেনকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়