আ:লীগকে পুনরায় ক্ষমতায় আনতে সংগঠিত হতে হবে- পাঁচুরিয়ার কর্মী সভায় এমপি কাজী কেরামত আলী

- Update Time : ০৫:৫৬:২৪ অপরাহ্ন, শনিবার, ১৭ জুন ২০২৩
- / ১৬ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী সদর উপজেলার পাঁচুরিয়া ইউনিয়নের মুকুনদিয়া উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে পাঁচুরিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি কাজী আলমগীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে জাতীয় সংসদ সদস্য ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী রাজবাড়ী-১ আলহাজ্ব কাজী কেরামত আলী।
বিশেষ অতিথি হিসেবে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ রমজান আলী খান, সহ-সভাপতি আব্দুস সালাম মিলন, জেলা যুবলীগের সভাপতি মোঃ শওকত হাসান, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম জাহিদসহ অন্যান্যরা বক্তৃতা করেন। সঞ্চালনায় ছিলেন, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মীর্জা মোঃ নুরুল ইসলাম।
প্রধান অতিথির বক্তৃতায় কাজী কেরামত আলী বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিতে হবে। এ ক্ষেত্রে সকল প্রকার ভুল-ভ্রান্তি, দুঃখ কষ্টকে পেছনে ফেলে আওয়ামীলীগকে ক্ষমতায় আনতে হবে। কাধে কাধ মিলিয়ে সকলকে এক যোগে কাজ করতে হবে। সকলকে সংগঠিত হতে হবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়