এ বছর রাজবাড়ীর ১ লক্ষ ৩৬ হাজার শিশু পাবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল

- Update Time : ০৬:২৮:২৭ অপরাহ্ন, বুধবার, ১৪ জুন ২০২৩
- / ১৬ Time View

রুবেলুর রহমান, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর পাঁচ উপজেলায় ১ হাজার ৬৬টি কেন্দ্রে এবছর মোট ১ লক্ষ ৩৬ হাজার ৮০ জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।
বুধবার দুপুরে রাজবাড়ীর সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে আয়োজিত জেলা পর্যায়ের সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালায় এ তথ্য জানানো হয়।
জানাগেছে, আগামী ১৮ জুন দিনব্যাপী এবছর জেলায় মোট ১ লক্ষ ৩৬ হাজার ৮০ জন শিশুকে ১ হাজার ৬৬টি কেন্দ্রে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। এরমধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী শিশুর সংখ্যা ১৬ হাজার ৫৬১ জন এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুর সংখ্যা ১ লক্ষ ১৯ হাজার ৫১৯ জন।
কর্মশালায় রাজবাড়ী সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত সিভিল সার্জন) ডাঃ আব্দুর রহমান এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, রাজবাড়ী প্রেসক্লাবের সভাপতি এ্যাডঃ খান মোঃ জহুরুল হক, সাধারন সম্পাদক খোন্দকার আব্দুল মতিন সহ জেলায় কর্মরত ইলেকট্রনিক, প্রিন্ট ও অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়