পাংশা পৌরসভার কাউন্সিলর তাজুল সাময়িক বরখাস্ত

- Update Time : ১১:০৩:২৪ অপরাহ্ন, বুধবার, ১০ মে ২০২৩
- / ১৮ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর পাংশা পৌরসভার ৫নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ তাজুল ইসলামকে সাময়িক ভাবে বরখাস্ত করেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ পৌর-১ শাখা। তিনি পাংশা পৌরসভার ৫নং ওয়ার্ডের কুড়াপাড়া গ্রামের রফিক উল্লার ছেলে। তার বিরুদ্ধে আদালতে অস্ত্র মামলা প্রমাণিত হওয়ায় তাকে বরখাস্ত করে রাষ্ট্রপতির আদেশক্রমে গত ২ মে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপসচিব মোঃ আব্দুর রহমান স্বাক্ষরিত একটি পত্র প্রেরণ করেছেন।
কাউন্সিলর মোঃ তাজুল ইসলামের বিরুদ্ধে পাংশা মডেল থানায় ৮টি আগ্নেয়াস্ত্রের ৩টি মামলা, ২টি চাঁদাবাজি মামলাসহ ৮টি মামলা রয়েছে। এর মধ্যে গত ২০০৯ সালে ৫টি অবৈধ আগ্নেয়াস্ত্র গুলি ও ধারালো অস্ত্র রাখার অপরাধে আদালতে মামলা চলমান রয়েছে। ছাড়াও ২০১৪ সালে ১টি আগ্নেয়াস্ত্র-গুলি, ২০১৮ সালে ২টি আগ্নেয়াস্ত্র গুলি ও ২০২২ সালে চাঁদাবাজীসহ একাধিক মামলা আদালতে চলমান রয়েছে।
বহিষ্কৃত কাউন্সিলর মোঃ তাজুল ইসলামের নামে এলাকায় জনশ্রুতি রয়েছে “তাইজেল বাহিনী” নামে একটি সন্ত্রাসী বাহিনী রয়েছে।
স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯ এর ধারা ৩১(১)অনুযায়ী কোন পৌরসভার কাউন্সিলরের বিরুদ্ধে ফৌজদারী মামলায় অভিযোগপত্র আদালত কর্তৃক গৃহিত হলে, সেক্ষেত্রে নির্ধারিত কর্তৃপক্ষের বিবেচনায় কাউন্সিলর কর্তৃক ক্ষমতা প্রয়োগ পৌরসভার স্বার্থের পরিপন্থি অথবা প্রশাসনিক দৃষ্টিকোনে সমীচীন না হলে , সরকার কর্তৃক লিখিত আদেশের মাধ্যমে কাউন্সিলরকে সাময়িক ভাবে বরখাস্ত করতে পারবে বলে বিধান রয়েছে।
এ কারণে স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯ এর ধারা ৩১(১)অনুযায়ী মোঃ তাজুল ইসলামকে পাংশা পৌরসভার ৫নং সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
পাংশা পৌর মেয়র ওয়াজেদ আলী মন্ডল কাউন্সিলর তাজুল ইসলামের বরখাস্তের বিষয়টি নিশ্চিত করে বলেন, আদালতে তার বিরুদ্ধে অভিযোগপত্র গৃহীত হওয়ার কারণে তাকে স্থানীয় সরকার মন্ত্রণালয় সাময়িক বরখাস্ত করেছে। এ বিষয়ে আমরা একটি বরখাস্তের চিঠি পেয়েছি।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়