ঢাকাThursday , 30 March 2023

রাজবাড়ীর বরাটের নচির মেলার জুয়ার আসর, গ্রেপ্তার ৬

Link Copied!

রাজবাড়ী বার্তা ডট কম :

রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়নের মধুরদিয়া সাকিনস্থ বাগচি বাড়ি মাঠে ঐতিয্যবাহি নচির মেলা গত বুধবার অনুষ্ঠিত হয়। তবে ওই মেলায় কতিপয় ব্যত্তিরা জুয়ার আসর বসায়। বিষয়টি গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন জেলা গোয়েন্দা শাখার সদস্যরা। তারা ওই দিন সন্ধ্যায় ওই মেলার জুয়ার আসরে অভিযান পরিচালনা করে।


অভিযানের নেতৃত্ব দেন, জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ মনিরুজ্জামান খান। সে সময় তার সাথে ছিলেন গোয়েন্দা শাখার এসআই জাহাঙ্গীর মাতুব্বর, এসআই মোহাম্মদ মোজাম্মেল হক, এএসআই শেখ রাজীব হোসেন, এএসআই মোঃ আশরাফ আলী, সঙ্গীয় ফোর্সরা।


ওই সময় জুয়া খেলারত অবস্থায়, চর আন্ধার মানিক গ্রামের মৃত আরশাদ আলী মোল্লার ছেলে মোঃ শহিদুল ইসলাম (৫০), জিতেন্দ্রনাথ মন্ডলের ছেলে সুজন মন্ডল (৪৩) ও নবগ্রামের আরশাদ সরদারের ছেলে মেঃ জুয়েল সরদার (৩৭), কাঁচরন্দ গ্রামের পান্না সরদারের ছেলে আশিক সরদার (২০) ও পান্না সরদারের ছেলে আলিম সরদার (২০), এবং চর আন্ধার মানিক গ্রামের আবুল শেখের ছেলে মোঃ টিটুল শেখ (৩৯) গ্রেপ্তার করা হয়। সেই সাথে জুয়ার খেলার সামগ্রী উদ্ধার করা হয়। এ ঘটনায় রাজবাড়ী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

(Visited 289 times, 1 visits today)