রাজবাড়ী থেকে আন্তঃজেলা গরু ডাকাত চক্রের আরো এক সদস্য গ্রেফতার

- Update Time : ১০:৫৫:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ জুলাই ২০২২
- / ৩৩ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
গত ৪ জুলাই গভীর রাতে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের জেলার কালুখালী থানাধীন গড়িয়ানা এলাকায় একটি গরু ভর্তি পিকআপ ডাকাতির ঘটনা সংঘটিত হয়।
ওই ঘটনার প্রেক্ষিতে কালুখালী থানায় একটি মামলা দায়ের করা হয়। (মামলা নং-০২, তাং-০৪/০৭/২০২২) ওই মামলার প্রেক্ষিতে কালুখালী থানা পুলিশ গত ২৬ জুলাই ডাকাতির ঘটনায় সংশ্লিষ্ট ডাকাত সর্দার সহ ৫ জন আসামীকে গ্রেফতার করে।
গ্রেপ্তারকৃতরা হলো, রাজবাড়ীর মোঃ আকবর মোল্লা (৩৮), জামালপুর জেলার মোঃ মমিনুল (৩৫), মানিকগঞ্জ জেলার মোঃ ইয়াকুব আলী শেখ (৩৮), মোঃ সুজন (২৬) এবং লক্ষীপুর জেলার শাহিন মোল্লা (২৭)।
গ্রেফতারকৃত আসামীরা বিজ্ঞ আদালত স্বীকারোক্তি মূলক জবানবন্দি প্রদান করে।
ডাকাতির ঘটনায় জড়িত অপর আসামী ও রাজবাড়ী সদর উপজেলার আল্লাদীপুর গ্রামের মোঃ ইউসুফ আলী নইলা’র ছেলে কশাই মোঃ ইমরাত আলী নইলা (৩৫), গত বুধবার রাজবাড়ী সদর থানা এলাকা হতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামী আদালতে ঘটনায় জড়িত থাকার বিষয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়