রাজবাড়ীতে ডায়রিয়া ওয়ার্ডে ৩০ জন রোগী ভর্তি, বেড না থাকায় গাছ তলায় রোগী –
- Update Time : ১০:৫৪:১৬ অপরাহ্ন, সোমবার, ১১ এপ্রিল ২০২২
- / ৯ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
সারাদেশের মত রাজবাড়ীতে হঠাৎ করেই বেড়েছে ডায়রিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা। ফলে রোগীর চাপ সামাল দিতে হিমশিম খাচ্ছেন ডায়রিয়া ওয়ার্ডের নার্সসহ অন্যান্যরা।
গত রবিবার রাত ১২ টা থেকে সোমবার বিকাল ৪ টা পর্যন্ত রাজবাড়ী সদর হাসপাতালে শিশু, নারী ও পুরুষসহ মোট ৩০ রোগী ভর্তি হয়েছে এবং ছাড়পত্র নিয়ে বাড়ী ফিরেছে আরও ২২ জন রোগী।
এদিকে হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডে ১২ বেডের বিপরীতে বর্তমানে ভর্তি রয়েছে ৩০ জন রোগী। ফলে বেড না পেয়ে ওয়ার্ডের ফ্লোর, ওয়ার্ডের বাইরের গাছ তলা ও ড্রেনের পাশে থেকে চিকিৎসা নিচ্ছেন অনেক রোগী।
রোগী ও রোগীর স্বজনরা জানান, চিকিৎসা ভাল পেলেও বেড না পেয়ে বাইরে থেকে আরও অসুস্থ হয়ে পড়ছেন। এ কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।
রাজবাড়ী সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ শেখ মোহাম্মদ আব্দুল হান্নান বলেন, রাজবাড়ীতে গত কয়েকদিন ডায়রিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। বর্তমানে বেডের তুলনায় রোগীর সংখ্যা বেশি। যার কারণে ফ্লোরে রোগী রেখেছেন। তবে চিকিৎসার কোন সমস্যা হচ্ছে না। পর্যাপ্ত স্যালাইন ও নার্সরা আছে। বেশি রোগী হওয়ায় অল্প সময়ের জন্য কয়েকটা রোগী বাইরে ছিল।
ফেসবুক থেকে এ ভিডিওটি দেখা না গেলে TV Rajbari ( https://www.youtube.com/channel/UCuDGuIdq78amgxb4yhEJ55w ) লিখে ইউটিউবে সার্চ দিলেও দেখা যাবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়