গোয়ালন্দে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত-১, আহত ১৬ জন –

- Update Time : ০৮:৫৬:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ মার্চ ২০২২
- / ৩০ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
ঢাকা-খুলনা মহাসড়কের রাজবাড়ী জেলার গোয়ালন্দ ফিডমিল এলাকায় মঙ্গলবার সন্ধ্যায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অজ্ঞাত এক নারীর (৩৫) মৃত্যু হয়েছে। এ ঘটনায় অন্তত ১৬ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
গোয়ালন্দ থানার ওসি স্বপন কুমার মজুমদার, প্রত্যক্ষদর্শী ও হাইওয়ে পুলিশ সূত্র জানায়, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দৌলতদিয়া ঘাট থেকে কুষ্টিয়াগামী পদ্মা গড়াই পরিবহনের একটি বাস (নং ফরিদপুর ব-০২-০০০৫) ঢাকা-খুলনা মহাসড়কের গোয়ালন্দ ফিডমিল এলাকায় আসলে বিপরীত দিক থেকে আসা দৌলতদিয়া ঘাট গামী মাছ বোঝাই একটি ট্রাকের (যশোর ট ১১-৪৮২৬) মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আনুমানিক ৩৫ বছর বয়সী অজ্ঞাত এক পথচারী নারীর মৃত্যু হয়। এ ঘটনায় অন্তত ১৬ জন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে গুরুতর আহত অন্তত ৬জনকে ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়ছে। আহতদের উদ্ধারে কাজ করছে গোয়ালন্দ ফায়ার সার্ভিস, হাইওয়ে পুলিশ ও গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।
গোয়ালন্দ ফায়ার সার্ভিসের লিডার সাদিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত নারীর নাম পরিচয় এখনো পর্যন্ত পাওয়া যায়নি। আহতদের দ্রুত সময়ের মধ্যে উদ্ধার করে হাসপাতালে পাঠানোর বিষয়টি তারা বেশী গুরুত্ব দিচ্ছেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়