কালুখালীতে স্বেচ্ছাসেবকলীগের মিছিলে হামলা, জখম ৭ # ১৫ মোটরসাইকেল ভাংচুর-
- Update Time : ১১:১১:৩৯ অপরাহ্ন, শনিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২২
- / ১৮ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী কালুখালী উপজেলায় স্বেচ্ছাসেবকলীগের মিছিলে কয়েক দফা হামলা চালিয়ে ৭ জনকে আহত করেছে দূর্বৃত্তরা। আহতদের ১ জন কালুখালী উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান, ১ জন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ২ জন ইউপি পরিষদ সদস্য। হামলার সময় দূর্বৃত্তরা ১৫ টি মোটর সাইকেল ও আশপাশের বাড়ীঘর ও দোকানপাট ভাংচুর করে।
উপজেলা স্বেচ্ছা সেবক লীগের সভাপতি প্রার্থী পলাশ আহমেদ জানায়, শনিবার দুপুরে ২ শতাধিক কর্মী নিয়ে সে স্বেচ্ছা সেবক লীগ আয়োজিত কালুখালী রজনীকান্ত উচ্চ বিদ্যালয়ে মাঠের সম্মেলনে যাচ্ছিলো। মিছিলটি কালুখালী উপজেলা শহরের আর্চ ব্রীজ এলাকায় পৌছালে কতিপয় ছাত্রলীগের নেতাসহ অর্ধশত দূর্বৃত্ত আগ্নেয়াস্ত্র, রামদা, চাপাতি ও লোহার রড নিয়ে তাদের উপর হামলা করে। এ সময় কালুখালী উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শেখ এনায়েত হোসেন, মাজবাড়ী ইউনিয়ন পরিষদ সদস্য মোস্তফা কামাল ও বাচ্চু মন্ডল, রাকিব হোসেন, সুজন বিশ্বাস আহত হয়। এদেরকে রাজবাড়ী সদর হাসপাতাল ও কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পরে দূর্বৃত্তরা মৃগী ইউনিয়নের চেয়ারম্যান এম,এ মতিন ও শফিকুল ইসলামকে মারপিট করে।
এ ব্যাপারে উপজেলা ছাত্রলীগের সভাপতি শেখ মোঃ রিপন জানান, তিনি আর্চ ব্রীজ এলাকায় থাকা উপজেলা স্বেচ্ছা সেবক লীগের সভাপতি প্রার্থী পলাশ আহমেদকে বলেন তারা যেন ওই ব্রীজের উপরই থাকে। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে কতিপয় ব্যক্তি তাকে লক্ষ করে ইট নিক্ষেপ করে। এতে তিনি আহত হন। ওই সময় তার সাথে থাকা ছাত্রলীগের নেতা-কর্মীরা বিক্ষুব্দ হন। এতে উভয় গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। তাদের পক্ষের ৪জন আহত এবং ১৫/১৬ টা মোটর সাইকেল ভাংচুর করে।
কালুখালী থানার অফিসার ইনচার্জ নাজমুল হাসান জানিয়েছেন, ঘটনার খবর পেয়ে থানা পুলিশের সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়। তবে সন্ধ্যা ৭টা পর্যন্ত কোন লিখিত অভিযোগ তিনি পাননি। যদিও স্বেচ্ছা সেবক লীগের সম্মেলন তাতে বাঁধাগ্রস্থ হয়নি।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়