রাজবাড়ীতে এসএসসি’৮৯ ব্যাচের পূর্ণমিলনী ও গুনি শিক্ষকদের সংবর্ধনা অনুষ্ঠিত –
- Update Time : ০৮:০১:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ২৫ ফেব্রুয়ারী ২০২২
- / ১৪ Time View
রুবেলুর রহমান, রাজবাড়ী বার্তা ডট কম :
“এসো মিলি প্রাণে প্রাণে বন্ধুত্বের বন্ধনে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে উৎসবমূখর পরিবেশে রাজবাড়ীর এসএসসি’১৯৮৯ ব্যাচের দিনব্যাপী পূর্ণমিলনী অনুষ্ঠিত হয়েছে।
এ সময় রাজবাড়ী সরকারী কলেজের প্রাক্তন ৯ জন প্রফেসরকে গুণি শিক্ষক সংবর্ধনা, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
শুক্রবার বেলা ১১টার দিকে ৮৯ ব্যাচের আয়োজনে রাজবাড়ী সরকারী কলেজ প্রাঙ্গনে বেলুন উড়িয়ে পূর্ণমিলনীর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
পূর্ণমিলনীর আহ্বায়ক ৮৯ ব্যাচের কাজী নাজমুল আজম তারিক এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, রাজবাড়ীর জেলা প্রশাসক আবু কায়সার খান। বিশেষ অতিথি হিসাবে রাজবাড়ী পুলিশ সুপার এমএম শাকিলুজ্জামানসহ আমন্ত্রিত অতিথি ও ৮৯ ব্যাচের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন, রাজবাড়ী সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ মোস্তাফিজুর রহমান।
পরে গুণি শিক্ষকদের ফুল ও উত্তরিয় পড়িয়ে সংবর্ধিত এবং আমন্ত্রিত অতিথিরা ফুল ও ক্রেস দিয়ে শুভেচ্ছা জানানো হয়। সন্ধ্যায় দিনব্যাপী পূর্ণমিলনী অনুষ্ঠানের শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ফেসবুক থেকে এ ভিডিওটি দেখা না গেলে TV Rajbari ( https://www.youtube.com/channel/UCuDGuIdq78amgxb4yhEJ55w ) লিখে ইউটিউবে সার্চ দিলেও দেখা যাবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়