দৌলতদিয়ায় যুবকের রহস্যজনক মৃত্যু –
- Update Time : ০৮:০০:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জানুয়ারী ২০২২
- / ৪২ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী গোয়ালন্দের দৌলতদিয়ায় জাকির শেখ (৩২) নামে এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ভোরে এ ঘটনা ঘটে।
জাকির হোসেন দৌলতদিয়া ইউপির সাহাদৎ মেম্বার পাড়ার ইউসুফ শেখের ছেলে এবং সে দৌলতদিয়া ঘাটে ট্রাক বুকিংয়ের কাজ করতো।
নিহতের পারিবারিক সুত্রে জানাযায়, ওই যুবক দৌলতদিয়া ঘাটে ট্রাক বুকিং করে জীবিকা নির্বাহ করতো। যে কারণে সে অনেক রাতে বাড়ীতে অাসা যাওয়া করতো। গতরাতে সে কখন বাড়ীতে এসেছে তা কেউ বলতে পারছেন না। তাছারা তার স্ত্রী ও সন্তান শশুর বাড়ীতে ছিল। হঠাৎ ভোরে জাকিরের ঘরের দরজা খোলা দেখতে পাওয়া যায়। সে সময় ভিতরে গিয়ে দেখেন হাত বাকা হয়ে সে ওপর হয়ে ফ্লোরে পড়ে অাছে। এবং নাম মুখে দিয়ে রক্ত । এছাড়া বিছানা অগোছালো এবং একটি স্ত্রু ড্রাইভার নিচে পড়ে রয়েছে। অার সুইচ বোর্ডের সকেট খোলা।
গোয়ালন্দ ঘাট থানার ওসি স্বপণ কুমার মজুমদার যুবকের মৃত্যুর বিষয় নিশ্চিত করে জানান, পোস্ট মর্টাম ছারা নিশ্চিত করে বলা যাচ্ছে না।
ফেসবুক থেকে এ ভিডিওটি দেখা না গেলে TV Rajbari ( https://www.youtube.com/channel/UCuDGuIdq78amgxb4yhEJ55w ) লিখে ইউটিউবে সার্চ দিলেও দেখা যাবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়