রাজবাড়ীর প্রয়াত ওয়ার্কার্স পার্টির নেতা রেজাউল করিম রেজার স্মরণ সভা –
- Update Time : ০৮:৫৩:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২৪ ডিসেম্বর ২০২১
- / ১৪ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি রাজবাড়ী জেলার সাধারন সম্পাদক, রাজবাড়ী সরকারি কলেজের সাবেক ভিপি ও রাজবাড়ী বারের সদস্য এ্যাড. রেজাউল করিম রেজার স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় গণতান্ত্রিক আইনজীবী সমিতি রাজবাড়ী জেলা শাখার আয়োজনে শহরের ক রেস্টুরেন্টে এ স্মরণসভা অনুষ্ঠিত হয়।
স্মরণসভায় এ্যাড. দেবাহুতি চক্রবর্তী সভাপতিত্বে বক্তব্য রাখেন রাজবাড়ী জেলা বার এসোসিয়েশনের সভাপতি এ্যাড. স্বপন কুমার সোম, এ্যাড. মাহবুব রহমান, এ্যাড. হাবিবুর রহমান বাচ্চু, রফিকুল ইসলাম রফিক, এ্যাড. বিপ্লব রায়, এ্যাড. আরব আলী, ওয়ার্কাস পার্টি নেতা মওলা বক্স, এবং প্রয়াত রেজার কনিষ্ঠ ভাই আবু ইউসুফ সোহেল সহ আরো অনেকে।
সভায় প্রয়াত রেজা স্মরণে এক মিনিট নীরবতা পালন শেষে তাঁর বর্ণাঢ্য কর্মময় ও রাজনৈতিক জীবন নিয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এ্যাড. বাবন চক্রবর্তী।উল্লেখ্য গত ১৯ ডিসেম্বর ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ঢাকার একটি হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন এ্যাড রেজাউল করিম রেজা।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়