রাজবাড়ীতে নিরাপদ সড়ক দিবস পালিত –
- Update Time : ০৪:০৮:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২২ অক্টোবর ২০২১
- / ১৪ Time View
রুবেলুর রহমান, রাজবাড়ী বার্তা ডট কম :
“গতিসীমা মেনে চলি, সড়ক দূর্ঘটনা রোধ করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীতে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে।
শুক্রবার সকালে দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন, পুলিশ, সড়ক ও জনপথ বিভাগ, বিআরটিএ রাজবাড়ী সার্কেলের যৌথ আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক সূবর্ণা রানী সাহা’র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক দিলসাদ বেগম। বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সালাহউদ্দিন।
এ সময় সভায় অদক্ষ চালক, অসুস্থ প্রতিযোগিতা, ট্রাফিক নিয়ম ভঙ্গসহ বিভিন্ন কারণে সড়ক দূর্ঘটনার কারণ বলে উল্লেখ করা হয়। ফলে এসব বিষয় খেয়াল রেখে সড়কে চলাচল করতে মালিক ও চালকদের অনুরোধ জানান। দূর্ঘটনা রোধে সড়কে অবৈধ যান চালাচল বন্ধসহ সবাইকে সচেতন হতে হবে। সভায় পুলিশ, সওজ, বিআরটিএ, বাস মালিক, ট্রাক মালিক, শ্রমিক পরিবহন ইউনিয়নের নেতাসহ অনেকে উপস্থিত ছিলেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়