রাজবাড়ীর সাবেক জেলা কমান্ডার কাজী আঃ মতিনের ২য় মৃত্যুবার্ষিকী আজ –
- Update Time : ০২:৩১:৪১ অপরাহ্ন, রবিবার, ১৭ অক্টোবর ২০২১
- / ১৭ Time View
ইমরান হোসেন মনিম, রাজবাড়ী বার্তা ডট কম :
মুক্তিযুদ্ধ সংসদের সাবেক জেলা কমান্ডার এবং জেলা বিএনপির সাবেক আহব্বায়ক এবং সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কাজী আব্দুল মতিন’এর ২য় মৃত্যু বার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে নির্মানাধীন ১০টি মসজিদে অনুদানের চেক প্রদান ও বিভিন্ন এতিমখানায় শিশুদের মাঝে খাবার বিতরন করা হয়েছে।
১৭ অক্টোবর রবিবার মৃত্যু বার্ষিকী উপলক্ষে রাজবাড়ী সরকারী শিশু সদন ও মোনাক্কা আলভী ফাউন্ডেশনের এতিম শিশুদের মাঝে খাবার বিতরন ও পারিবারিকভাবে কবর জিয়ারত ও দোয়ার আয়োজন করা হয়। এর আগে মৃত্যু বার্ষিকী উপলক্ষে বিভিন্ন মসজিদে প্রদান করা হয় অনুদানের চেক।
বীর মুক্তিযোদ্ধা কাজী আব্দুল মতিন ছিলেন, রাজবাড়ী জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার,জেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক ও আহবায়ক। রাজবাড়ী সরকারী কলেজের ভিপি। তিনি আমৃত্যু জেলা ট্রাক মালিক সমিতির দ্বায়িত্ব পালন করে আসছিলেন। তিনি ছিলেন ১৯৬৯ সালে রাজবাড়ীতে গণঅভ্যুত্থানের নেতৃত্বদানকারী,৭১ এর মুজিব বাহিনীর সক্রিয় সদস্য,সমাজ উন্নয়নের রুপকার। তিনি রাজবাড়ী জেলা ক্রিড়া সংস্থার প্রতিষ্ঠাকালীন সময় থেকে ২০০৯ সাল পর্যন্ত সহ-সভাপতির দ্বায়িত্ব পালন করেছেন।স্বাধীনতা পরবর্তী সময়ে ২৫ মাস ফরিদপুর কেন্দ্রিয় কারাগারে কারাভোগ করেন।
১৯৬৯ সালে বঙ্গবন্ধুর ডাকে তার নেতৃত্বেই গড়ে তোলা হয় রাজবাড়ীতে ছাত্র আন্দোলন। জাসদ পরবর্তী বাংলাদেশ জাতীয়তাবাদি দল প্রতিষ্ঠার পর থেকে জিয়াউর রহমানের হাত ধরে মৃত্যুর আগ পর্যন্ত রাজবাড়ী জেলা বিএনপির গুরুত্বপূর্ণ পদে দ্বায়িত্ব পালন করে আসছিলেন। জেলা বিএনপির আহব্বায়ক থাকা কালীন সময়ে ২০০১ সালের জাতীয় নির্বাচনে তার সফল নেতৃত্বে রাজবাড়ী ১ ও ২ আসনের দুটি আসনই বিএনপি প্রার্থী নির্বাচনে বিজয়ী হয়। কাজী আব্দুল মতিন তার ৭ ভাই ও দুই বোনের মধ্যে বর্তমানে ৬ ভাই ও দুই বোন জীবিত রয়েছেন। তার পরিবারের মধ্যে স্ত্রী এক ছেলে কাজী আরাফাত হাসান জিসান ও এক মেয়ে সুইডেন প্রবাসি তাহসিনা মতিন জিনিয়া’সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তিনি ১৯৫৩ সালের ৩০ মার্চ জন্ম গ্রহন করেন এবং গত ২০১৯ সালের ১৭ অক্টবর বার্ধক্য জনিত কারনে তার মৃত্যু হয়। তার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় সকলের কাছে দোআ চেয়েছেন তার পরিবার বর্গ।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়