রাজবাড়ীর ডেইরি খামারীদের মধ্যে মিল্ক ক্রীম সেপারেটর মেশিন বিতরণ –
- Update Time : ১১:১৮:২৫ অপরাহ্ন, বুধবার, ২২ সেপ্টেম্বর ২০২১
- / ১৬ Time View
রুবেলুর রহমান, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী সদর উপজেলার ডেইরি খামারীদের মধ্যে ৭টি মিল্ক ক্রীম সেপারেটর মেশিন বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে দিকে সদর উপজেলা প্রাণি সম্পদ কার্যালয়ের হলরুমে এ মেশিন বিতরণ করা হয়।
রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমি মোঃ সায়েফ এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের এমপি কাজী কেরামত আলী।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ ফজলুল হক সরদার, উপজেলা পরিষদ ভাইচ চেয়ারম্যান রকিবুল হাসান পিয়াল, সদর উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ খায়ের উদ্দিন আহমেদ, জেলা ডেইরি এসোসিয়েশনের সভাপতি আবুল কালাম আজাদ ওরফে কহিনুর, সাধারন সম্পাদক আবুল হোসেন গাজী প্রমূখ। এ সময় সদরের ডেইরি খামারীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি কাজী কেরামত আলী এমপি বলেন, খামারীদের প্রশিক্ষণ বা অন্যান্য প্রয়োজনে হলরুমের স্থান নির্ধারন ও খামারীদের সুযোগ সুবিধা নিয়ে মন্ত্রণালয়ে কথা বলবেন এবং মিল্ক ক্রিম মেশিন পেয়ে বসে থাকলে চলবে না। বিকল্প উপায়ে আয়ের ব্যবস্থা করতে হবে। ঘি, ছানা, পনির বানিয়ে ভাল আয় করা সম্ভব। তবে ভেজাল উপায়ে করবেন না। বর্তমান সরকার প্রতিটি দপ্তর নিয়ে ভাবেন এবং অনুদান দেন। আপনারাও অনেক সুবিধা পাচ্ছেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়