রাজবাড়ীর ৩ পয়েন্টেই বেড়েছে পদ্মার পানি, পানিবন্দি সাড়ে ৭ হাজার পরিবার –
- Update Time : ১১:৫৬:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ অগাস্ট ২০২১
- / ১২ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
আবারও রাজবাড়ীর অংশে পদ্মা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘন্টায় পদ্মা নদীর রাজবাড়ীর গোয়ালন্দ পয়েন্টে ৩ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার ৪৯ ও পাংশায় ৪ সেন্টিমিটার বেড়ে বিপদসীমার ৩৯ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
এছাড়া সদরের মহেন্দ্রপুরে এখনও বিপদসীমার ৯ সেন্টিমিটার নিচে রয়েছে পদ্মার পানি। মঙ্গলবার সকালে পানি পরিমাপের গেজ লিডাররা এ তথ্য জানান।
পানি বৃদ্ধির ফলে ভোগান্তি দুর হচ্ছে না রাজবাড়ী সদর, কালুখালী, গোয়ালন্দ ও পাংশা উপজেলার নিন্ম ও চরাঞ্চলের কয়েক হাজার পানিবন্দী পরিবারের। বেশি দূর্ভোগে রয়েছে চরাঞ্চলের পানিবন্দিরা। ওইসব এলাকায় চলাচলে সমস্যাসহ দেখা দিয়েছে খাবার ও গো খাদ্য সংকট।
এদিকে পানিবন্দী সাড়ে ৭হাজার পরিবারের তালিকা করে ত্রাণ সহায়তা দিচ্ছে প্রশাসন। তবে প্রয়োজনের তুলনা তা কম বলে অভিযোগ পানিবন্দীদের। এছাড়া এখনও অনেক পরিবার কোন ত্রাণ সহায়তা পায়নি বলে অভিযোগ রয়েছে।
জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা বলছেন, উপজেলা নির্বাহী অফিসারদের দেওয়া তালিকা অনুযায়ী জেলায় সাড়ে সাত হাজার মানুষ পানিবন্দি হয়েছে। সে অনুযায়ী সাড়ে সাত হাজার পরিবারের জন্য খাদ্য সহায়তা পাঠানো হয়েছে। প্রয়োজনের আরো পাঠানো হবে।
ফেসবুক থেকে এ ভিডিওটি দেখা না গেলে TV Rajbari ( https://www.youtube.com/channel/UCuDGuIdq78amgxb4yhEJ55w ) লিখে ইউটিউবে সার্চ দিলেও দেখা যাবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়