লকডাউনের পঞ্চম দিন: রাজবাড়ীতে ভ্রাম্যমান আদালতে অভিযান, ২১ জনের জরিমানা –
- Update Time : ১০:৫৩:২৫ অপরাহ্ন, সোমবার, ২৬ জুলাই ২০২১
- / ২১ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
লকডাউনের পঞ্চম দিন সোমবার দিনভর জেলা প্রশাসনের পক্ষ থেকে থানা পুলিশের সহযোগিতায় রাজবাড়ীর বিভিন্ন এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে। সে সময় সরকারি নির্দেশনা ও স্বাস্থ্যবিধি অমান্য করায় ২১ জনের কাছ থেকে ১৫ হাজার ৪ শত টাকা জরিমানা আদায় করে।
বিকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আসাদুজ্জামান কর্তৃক বালিয়াকান্দির নারুয়া বাজার, নারুয়া ঘাট, সোনাকান্দর ঘাট, বালিয়াকান্দি বাজার, বহরপুর বাজার এলাকার ৮ জনের কাছ থেকে ৫ হাজার ৪শত টাকা, নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুল্লাহ কর্তৃক জেলা সদরের প্রধান সড়ক, নতুন বাজার, গোদার বাজার, উড়াকান্দা, বিনোদপুর, বড়পুল, মুরগির ফার্ম, মাটিপাড়া এলাকার ৬ জনের কাছ থেকে ৫ হাজার ৪ শত টাকা এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার কর্তৃক রাজবাড়ী বড় বাজার, রেলগেট, পান্নাচত্ত্বরসহ শহরের অন্যান্য গুরুত্বপূর্ণ এলাকার ৭ জনের কাছ থেকে ৪ হাজার ৬ শত টাকা জরিমানা করেন।
একই সাথে তাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে বলেও উল্লেখ্য করেছেন।
ফেসবুক থেকে এ ভিডিওটি দেখা না গেলে TV Rajbari ( https://www.youtube.com/channel/UCuDGuIdq78amgxb4yhEJ55w ) লিখে ইউটিউবে সার্চ দিলেও দেখা যাবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়