রাজবাড়ীতে রাজস্ব কর্মকর্তাকে মারপিটের অভিযোগ –

- Update Time : ১০:১৭:০৮ অপরাহ্ন, বুধবার, ৩০ জুন ২০২১
- / ২৯ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
ইটভাটা মালিকের কাছে ভ্যাট চাওয়ায় রাজবাড়ীতে রাজস্ব কর্মকর্তাকে মারপিট করার অভিযোগ পাওয়া গেছে। ওই অভিযোগে বুধবার সকালে রাজবাড়ী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলায় জেলা শহরের গোদারবাজার এলাকার এনজিএল ব্রিকস-এর মালিক ও একই এলাকার মৃত গোলাম মোস্তফার ছেলে মোঃ আলিফ মিয়া (৩২) কে আসামি করা হয়েছে।
এ মামলার বাদী ও রাজবাড়ীর কাস্টমস এক্স্রাইজ ও ভ্যাট সার্কেল-১ এর রাজস্ব কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানিয়েছেন, গত মঙ্গলবার ছিলো ২০২০-২০২১ অর্থ বছরের ভ্যাট প্রদানের শেষ দিন। ওই দিন দুপুর ১টার দিকে তিনি সহকারী কমিশনার মেজবাহ উদ্দিন আহম্মেদ, রাজস্ব কর্মকর্তা মাজাহারুল ইসলাম, সহকারী রাজস্ব কর্মকর্তা বোরহান উদ্দিন হাজারী ও আবুল কালাম আজাদ এবং সিপাই অপূর্ব কুশারীকে নিয়ে জেলা শহরের গোদারবাজার এলাকার এনজিএল ব্রিকস-এ যান। সে সময় ভাটা মালিক আলিফ মিয়ার কাছে মূসক (ভ্যাট) চাইলে তিনি তা না দিয়ে উল্টা তাকে এলোপাথারী মারপিট করে। ওই সময় সঙ্গীয় কর্মকর্তারা ও সিপাই তাকে রক্ষা করতে গেলে আলিফসহ অজ্ঞাত নামা আরো ২/৩জন ভয় ভীতি ও হুমকি প্রদর্শন করে।
এ মামলার তদন্তকারী কর্মকর্তা ও রাজবাড়ী থানার এসআই সনাতন কুমার মন্ডল জানিয়েছেন, আসামিকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়