বালিয়াকান্দিতে জমি নিয়ে বিরোধে দু’গ্রুপের সংঘর্ষে ৪জন আহত –

- Update Time : ১০:৪২:৫৯ অপরাহ্ন, বুধবার, ১৬ জুন ২০২১
- / ৪৫ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের বিলধামু গ্রামে জমিজমা নিয়ে পুর্ব বিরোধের জের ধরে দু,গ্রুপের সংঘর্ষে ৪জন আহত হয়েছে। আহতদেরকে বালিয়াকান্দি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার বিকালে নারুয়া বিলধামু বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে আহতরা হলেন, উপজেলার নারুয়া ইউনিয়নের বিলধামু গ্রামের মোঃ মোকসেদ মন্ডলের ছেলে শহিদুল ইসলাম (২৬), আমিন উদ্দিন মন্ডলের ছেলে লিটন মন্ডল (৪০) ও অপরপক্ষের রফিকুল ইসলামের ছেলে রিয়াজুল ইসলাম (১৮), রাসেল পারভেজ ওরফে রমিজ (২২)।
মো: শহিদুল ইসলাম অভিযোগ করে বলেন, বিলধামু গ্রামের ছলেমান মন্ডলের ছেলে রফিকুল ইসলাম মন্ডলের সাথে জমিজমা নিয়ে বিরোধ রয়েছে। এ বিরোধে রফিকুল ইসলাম ও তার ছেলে মো: রিয়াজুল মন্ডল, রাসেল পারভেজ ওরফে রমিজ মারধরের হুমকি দেওয়ায় ২৮ মে থানায় একটি লিখিত অভিযোগ করি। বিষয়টি নিয়ে রফিকুল ইসলাম আরও ক্ষুব্ধ হয়। বুধবার বিকেল সাড়ে ৩ টার সময় নারুয়া বাজারে আমার ওষুধের দোকানে আমি ও আমার চাচাতো ভাই মো: লিটন মন্ডল বসে থাকা অবস্থায় অতর্কিতভাবে আমার ও আমার চাচাতো ভাইয়ের উপর হামলা করে। এলোপাতাড়িভাবে আঘাত করে। মারধরে আমি ও আমার চাচাতো ভাই রক্তাত্ত জখম হয়। আহত অবস্থায় উদ্ধার করে বালিয়াকান্দি হাসপাতালে ভর্তি করে।
এব্যাপারে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন রিয়াজুল ও রাসেলও তাদের উপর আঘাতের অভিযোগ দায়ের করে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়