রাজবাড়ীর সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আমিনুল ইসলাম আর নেই –
- Update Time : ০৮:৩৭:১৭ অপরাহ্ন, সোমবার, ১০ মে ২০২১
- / ২০ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আমিনুল ইসলাম (৫৫) সোমবার বিকাল ৩টার দিকে রংপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। (ইন্নানিল্লাহে ——রাজেউন)।
মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই জন ছেলে সন্তান, সহকর্মী সহ অসংখ্য আত্নীয় -স্বজন রেখে গেছেন।
জেলা প্রাথমিক শিক্ষা অফিসার হোসনে ইয়াসমিন করিমী জানিয়েছেন, মোঃ আমিনুল ইসলামের গ্রামের বাড়ী রংপুর জেলার মিঠাপুকুর এলাকায়। তিনি আগে থেকে অসুস্থ। করোনাকালিন সময়ে অসুস্থতা নিয়েই নিজ বাড়ীতে চিকিৎসাধিন ছিলেন। আজ সকালে অধিক অসুস্থ হয়ে গেলে তাকে রংপুরের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসাধিন অবস্থায় তিনি মারা যান। গ্রামের বাড়ীতেই তার নামাজে জানাজা ও দাফন করা হবে।
তার মৃত্যুতে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার হোসনে ইয়াসমিন করিমীসহ জেলা শিক্ষা বিভাগের সকল কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষকরা গভীর শোক প্রকাশ করেছেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়