হেফাজতের তান্ডব ও করোনার প্রাদুর্ভাব মোকাবেলায় রাজবাড়ী জেলা আ: লীগের সংবাদ সম্মেলন –
- Update Time : ০৮:৩৬:৩৯ অপরাহ্ন, শনিবার, ১০ এপ্রিল ২০২১
- / ২১ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
হেফাজত ইসলামের দেশব্যাপী তান্ডব ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে ও করোনা ভাইরাসের প্রাদুর্ভাব মোকাবেলায় করণীয় বিষয়ে সংবাদ সম্মেলন করেছে, রাজবাড়ী জেলা আওয়ামী লীগ।
জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী নির্দেশনায় রবিবার সকাল সাড়ে ১১টার দিকে রাজবাড়ী জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করা হয়। সে সময় উপস্থিত ছিলেন, আওয়ামীলীগ নেতা এ্যাডঃ গণেশ নারায়ন চৌধুরী, এ্যাড. সফিকুল আজম মামুন, সফিকুল ইসলাম শফি, এ্যাড. সফিকুল হোসেনসহ অন্যান্য নেতারা।
সম্মেলনে বলা হয়, হেফাজত ইসলাম দেশব্যাপী যে তান্ডব চালিয়েছে, সেটি স্বাধীন দেশে নজীরবিহীন। এসব ঘটনার সাথে জরিতদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের করার দাবির পাশাপাশি করোনা মোকাবেলায় স্বাস্থিিবধি মেনে চলার অনুরোধ জানানো হয়।
ফেসবুক থেকে এ ভিডিওটি দেখা না গেলে TV Rajbari ( https://www.youtube.com/channel/UCuDGuIdq78amgxb4yhEJ55w ) লিখে ইউটিউবে সার্চ দিলেও দেখা যাবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়