রাজবাড়ীতে বাড়ছে করোনা রোগী, হাসপাতালে চিকিৎসাধিন ৭ –
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী করেনা রোগী বৃদ্ধি অব্যাহত রয়েছে। গত ৭ এপ্রিল রাজবাড়ী সদর হাসপাতালে ৩ জনের নমুনা পরীক্ষা করা হয়। আর ওই ৩ জনেরই করোনা পজেটিভ হয়েছে। আক্রান্তরা সকলেই রাজবাড়ী সদর উপজেলা এলাকার। জেলায় মোট পজিটিভ রোগী শনাক্ত হয়েছে ৩ হাজার ৬ শত ৮৫ জন। এর মধ্যে মারা গেছে ৩১ জন। বর্তমানে রাজবাড়ীর হাসপাতাল গুলোতে ভর্তি আছে ৭ জন।
রাজবাড়ীর সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইব্রাহিম টিটন জানান,
পজিটিভ রোগী :
(রাজবাড়ী সদর উপজেলা : ২০১৩ জন
পাংশা উপজেলা : ৮০৭ জন
কালুখালী উপজেলা : ২৪০ জন
বালিয়াকান্দি উপজেলা : ৩২৯ জন
গোয়ালন্দ উপজেলা : ২৯৬ জন )
সুস্থঃ ৩৫১৩ জন
(রাজবাড়ী সদর উপজেলা : ১৯০০ জন
পাংশা উপজেলা : ৭৬৯ জন
কালুখালী উপজেলা : ২৩৭ জন
বালিয়াকান্দি উপজেলা : ৩২৭ জন
গোয়ালন্দ উপজেলা : ২৮০ জন )
মৃতঃ ৩১জন
(রাজবাড়ী সদর উপজেলা : ১৭ জন
পাংশা উপজেলা : ০৭ জন
কালুখালী উপজেলা : ০৩ জন
বালিয়াকান্দি উপজেলা : ০২ জন
গোয়ালন্দ উপজেলা : ০২ জন )
হোম আইসোলেশনে চিকিৎসারতঃ ১৩৪ জন
(রাজবাড়ী সদর উপজেলা : ৮৯ জন
পাংশা উপজেলা : ৩১ জন
কালুখালী উপজেলা : ০০ জন
বালিয়াকান্দি উপজেলা : ০০ জন
গোয়ালন্দ উপজেলা : ১৪ জন)
হাসপাতালে ভর্তি আছেন – ০৭ জন।
রাজবাড়ী জেলার করোনা উপসর্গযুক্ত রোগী বা হোম আইসোলেশনে অবস্থানরত করোনা আক্রান্ত রোগীরা টেলিমেডিসিন সেবা গ্রহণের জন্য যোগাযোগ করুন নিম্নলিখিত নম্বর সমূহে:★সার্বক্ষণিক(২৪ ঘন্টা) জরুরি সেবা গ্রহণ : রাজবাড়ী সদর উপজেলা : ০১৭৩০৩২৪৭৮৯গোয়ালন্দ উপজেলা : ০১৭৩০৩২৪৫৪৯বালিয়াকান্দি উপজেলা : ০১৭৩০৩২৪৫৪৮পাংশা উপজেলা : ০১৭৩০৩২৪৫৫০★সকাল ৮ টা থেকে রাত ৮ টা পর্যন্ত টেলিমেডিসিন সেবা গ্রহণ :রাজবাড়ী সদর উপজেলা : ০১৮১০১৫৮৮৬৯,০১৮১০১৫৮৮৭০,০১৮১০১৫৮৮৫৯বালিয়াকান্দি উপজেলা : ০১৮১০১৫৮৮৬১,০১৮১০১৫৮৮৬২গোয়ালন্দ উপজেলা : ০১৮১০১৫৮৮৬৩,০১৮১০১৫৮৮৬৪কালুখালী উপজেলা : ০১৮১০১৫৮৮৬৫,০১৮১০১৫৮৮৬৬পাংশা উপজেলা : ০১৮১০১৫৮৮৬৭,০১৮১০১৫৮৮৬৮জেলায় করোনা সংক্রমণের বিস্তার রোধে প্রয়োজন সকলের সম্মিলিত প্রচেষ্টা ও আন্তরিকতা। জ্বর, কাশি, গলাব্যথা, মাথা ও শরীর ব্যথা জাতীয় মৃদু উপসর্গ দেখা দিলে ঘরে থেকেই তাই প্রয়োজনীয় চিকিৎসা সেবা গ্রহণ করুন টেলিমেডিসিন এর মাধ্যমে ।