গোয়ালন্দে জাটকা সংরক্ষণ সপ্তাহ উপলক্ষে পদ্মায় সচেতনতামূলক নৌ র্যালী –
রাজবাড়ী বার্তা ডট কম :
“মুজিব বর্ষে শপথ নেব,জাটকা নয় ইলিশ খাব”প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে গোয়ালন্দের পদ্মা নদীতে সচেতনতামূলক নৌ-রেলী অনুষ্ঠিত হয়েছে।
জাটকা সংরক্ষন সপ্তাহের উদ্বোধন উপলক্ষে রবিবার বেলা ১২ টায় গোয়ালন্দের দৌলতদিয়া ১ নং ফেরি ঘাট হতে এ রেলি বের করা হয়। উপজেলার ৫ কিঃ মিঃ দূরবর্তী অন্তার মোড় ঘাটে গিয়ে শেষ হয়।রেলীতে মোট ১২ টি ইন্জিন চালিত জেলে নৌকা ও শতাধিক জেলে অংশ নেয়। উপজেলা মৎস্য বিভাগ এর আয়োজন করে।
এর আগে ফরিঘাটে জেলেদের অংশগ্রহনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোস্তফা মুন্সি।
উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ রেজাউল শরীফের সভাপতিত্ত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী আসাদ, উপজেলা মৎস্য সমবায় সমিতির সভাপতি ইছাক সরদার,সাধারণ সম্পাদক ওছেল মোল্লা, দৌলতদিয়া বাজার ব্যাবসায়ী পরিষদের সভাপতি মোঃ মোহন মন্ডল, সাধারণ সম্পাদক আনু খান প্রমূখ।