রাজবাড়ীতে ডিবি’র অভিযানে ভুয়া পুলিশ সদস্য “মাসুদ রানা রবি” গ্রেপ্তার –

- Update Time : ১১:০২:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ মার্চ ২০২১
- / ৩২ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
বাবার সাথে অটো রিকশা মেরামত করলেও ফেসবুক পেজে পুলিশ কনষ্টেবলের ছবি প্রকাশ হুমকি, ধামকি প্রদান এবং প্রতারনা অভিযোগে রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখার সদস্যরা মাসুদ রানা ওরফে রবি (২৭) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে।
মাসুদ রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের পশ্চিমপাড়া গ্রামের ব্যাটারী চালিত অটো রিকশার মেকানিক শাহিন শেখের ছেলে।
রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখার ওসি প্রাণবন্ধু চন্দ্র বিশ্বাস জানান, মঙ্গলবার বিকালে রাজবাড়ী জেলা শহরের নতুন বাজার এলাকায় থাকা তাদের অটো রিকশা মেরামতের দোকান থেকে মাসুদকে গ্রেপ্তার করা হয়েছে। মাসুদ এইচএসসি পাস করার পর ফেসবুক পেজে পুলিশ কনষ্টেবলের ড্রেস পড়া একাধিক ছবি প্রকাশ করে বিভিন্ন ব্যক্তিকে হুমকি, ধামকি প্রদান এবং নানা জনের সাথে প্রতারনা করে আসছিলো। ওই অভিযোগের ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়।
ফেসবুক থেকে এ ভিডিওটি দেখা না গেলে TV Rajbari ( https://www.youtube.com/channel/UCuDGuIdq78amgxb4yhEJ55w ) লিখে ইউটিউবে সার্চ দিলেও দেখা যাবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়