শপথ নিয়ে ফিরলেন রাজবাড়ী পৌরসভার নবনির্বাচিত মেয়র তিতু –

- Update Time : ০৫:৩১:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ মার্চ ২০২১
- / ২০ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
চতুর্থ ধাপে রাজবাড়ী ও গোয়ালন্দ পৌরসভার নির্বাচন গত ১৪ ফেব্রুয়ারী অনুষ্ঠিত হয়েছে। ওই নির্বাচনে স্বতন্ত্রী প্রার্থী হিসেবে রাজবাড়ী পৌরসভায় মেয়র নির্বাচিত হন আলমগীর শেখ তিতু। গত বুধবার বিকালে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে শপথ বাক্য পাঠ করানো হয়।
এরপর বৃহস্পতিবার তিতু রাজবাড়ীতে আসেন। তাকে দৌলতদিয়া ঘাটে শুভাকাংখিরা স্বাগত জানান এবং মোটর সাইকেলের বহর নিয়ে তিনি রাজবাড়ী পৌরসভার সামনে আসেন। সে সময় পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান। তিনিও গাড়িতে দাঁড়িয়ে সকালের উদ্দেশ্যে বক্তৃতা করেন।
পরে তিনি জেলা শহরের শহীদ খুশি রেলওয়ে ময়দানে সমবেত বহর পরিসমাপ্তি ঘটান। এরপর ভবানীপুর গোরস্থানে তার বাবা ও মা -এর কবর, রাজবাড়ী-কুষ্টিয়া অঞ্চলে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, প্রাক্তন গণপরিষদ সদস্য, রাজবাড়ী পৌরসভার সাবেক চেয়ারম্যান কাজী হেদায়েত আলী কবর এবং সাবেক এমপি এ্যাডঃ ওয়াজেদ আলী চৌধুরীর কবর জিয়ারত করেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়