কর্তব্যরত অবস্থায় নিহত পুলিশ সদস্যদের স্মরণে রাজবাড়ীতে “পুলিশ মেমোরিয়াল ডে” অনুষ্ঠিত –
রাজবাড়ী বার্তা ডট কম :
কর্তব্যরত অবস্থায় নিহত পুলিশ সদস্যদের স্মরণে রাজবাড়ীতে পুলিশ মেমোরিয়াল ডে অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে সোমবার সকালে রাজবাড়ী পুলিশ লাইনে অবস্থিত শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলী প্রদান, আলোচনা সভা ও নিহতদের পরিবারকে সংবর্ধনা প্রদান করা হয় ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন, ছিলেন পুলিশ সুপার এমএম শাকিলুজ্জামান। সে সময় আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মোঃ সালাহ উদ্দিন, রাজবাড়ী সিআইডি’র অতিরিক্ত পুলিশ সুপার খায়রুল ইসলাম তুষার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শেখ শরীফ উজ জ্জামান, জেলার বিভিন্ন থানার অফিসার ইনচার্জ ও জেলা পুলিশের উদ্ধর্তন কর্মকর্তারা।
অনুষ্ঠানে নিহত পুলিশ সদস্যদের আত্মীয় স্বজনদের সম্মাননা প্রদান করা হয়।
ফেসবুক থেকে এ ভিডিওটি দেখা না গেলে TV Rajbari লিখে ইউটিউবে সার্চ দিলেও দেখা যাবে।