হঠাৎ ঘন কুয়াশা : দৌলতদিয়ায় তীব্র যানজট –
ইমরান হোসেন মনিম,রাজবাড়ী বার্তা ডট কম :
দৌলতদিয়ায়-পাটুরিয়া নৌরুটে কুয়াশার কারনে ফেরি চলাচল ব্যাহত হওয়ায় দৌলতদিয়া প্রান্তে যানবাহনের দীর্ঘ যানজট দেখা গেছে। গত বৃহস্পতিবার রাত থেকে আজ শুক্রবার সকাল ৯ টা পর্যন্ত কুয়াশায় ফেরি চলাচল বন্ধ না হলেও ধির গতিতে চলার কারনে এ অবস্থার সৃষ্টি হয়েছে।
অন্যদিকে ছুটির দিন হওয়ায় যানবাহনের সংখ্যা বেড়েছে উভয় ফেরি ঘাটে। ফলে দক্ষিণাঞ্চলের ২১ জেলার যানবাহন, যাত্রী ও চালকেরা পরেছেন মারাত্বক দুর্ভোগে।
বিআইডব্লিউটিসির সহকারী ঘাট ব্যাবস্থাপক খোরশেদ আলম জানিয়েছেন, ঘন কুয়াশার কারনে ফেরি গুলো সঠিক ভাবে চলাচল করতে না পারেনি। যে কারণে এই যানজট সৃষ্টি হয়েছে। ১৬টি ফেরি দিয়ে যানবাহন পারাপার অব্যাহত রাখা হয়েছে।
ফেসবুক থেকে এ ভিডিওটি দেখা না গেলে TV Rajbari লিখে ইউটিউবে সার্চ দিলেও দেখা যাবে।