সুলতানপুরে রাজমিন্ত্রীর আঘাতে নির্মাণাধিন ভবনের মালিক আহত, প্রধান আসামি গ্রেপ্তার –
রাজবাড়ী বার্তা ডট কম :
ছাদ ঢালাইয়ের কাজ মানসম্মত না হওয়ায় তা বন্ধ রাখতে বলার অভিযোগে নির্মাণাধিন ভবনের মালিককে মারপিট করেছে ওই ভবনের নির্মাণ কাজের ঠিকাদার ও তার সহযোগি অন্যান্য রাজমিস্ত্রীরা। তারা মারপিটের পাশাপাশি ভবন মালিকের স্ত্রীর ৬০ হাজার টাকা মূল্যের সোনার চেন এবং তার গার্মেন্ট ব্যবসায়ী ছোট ভাই আবু দাউদের ড্রায়ারে রক্ষিত তিন লাখ টাকা নিয়ে পালিয়ে যায়। ঘটনাটি ঘটেছে রাজবাড়ী সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নের পারশাইলকাঠি গ্রামে।
এ ঘটনায় ভবন মালিকের ভাই ও পারলাইলকাঠি গ্রামের মৃত আনোয়ার মোল্লার ছেলে ফিরোজ মোল্লা বাদী হয়ে রাজবাড়ী থানায় একটি মামলা দায়ের করেছেন।
মামলার আসামিরা হলো, একই গ্রামের মৃত আবুল শেখের ছেলে জাকির শেখ, শাইলকাঠি গ্রামের আজগর মিয়ার ছেলে আছিফ, মৃত শহর উদ্দিন মোল্লার ছেলে ইউনুস মোল্লা, জাকির শেখের স্ত্রী সাহানাজ বেগম, রামনগর গ্রামের মিলনের ছেলে আকাশ।
রাজবাড়ী থানার ওসি স্বপন কুমার মজুমদার জানিয়েছেন, ওই মামলার প্রেক্ষিতে গত রবিবার সন্ধ্যায় মামলার প্রধান আসামি জাকির শেখকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে সোমবার সকালে আদালতে পাঠানো হয়েছে।