রাজবাড়ীতে “ছুঁয়ে দেখো স্পর্শতা” নামক কবিতার বইয়ের মোড়ক উন্মোচন –
রাজবাড়ী বার্তা ডট কম :
“কণ্ঠে ধারণ করেছি কবিতা”-এ উক্তিকে সামনে রেখে রাজবাড়ীর কবি আব্দুর রউফ হিটু’র “ছুয়ে দেখো স্পর্শতা” নামে একক কবিতার বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে।
আব্দুর রব হিটু জেলা শহরের অংকুর স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক, প্রিয়তমাষু আবৃত্তি নিকেতনের প্রতিষ্ঠাকালিন সাধারণ সম্পাদক ও সাংস্কৃতিক সংগঠন।
রবিবার বিকালে প্রিয়তমাষু আবৃত্তি নিকেতনের সভাপতি মিরুনা বানু মুন-এর সভাপতিত্বে জেলা শহরের পাবলিক লাইব্রেরীর উডহেড মঞ্চে ওই মোড়ক উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সাবেক জেলা শিক্ষা অফিসার সৈয়দ সিদ্দিকুর রহমান ও আজিজা খানম, কবি সালাম তাসির, আব্দুল হামিদ, ছাইদা খানম, নূরুল হক আলম, কবি খোকন আহমেদ, কবি তাহমিনা মুন্নি, কবি বাবলু মওলা, কবি নেহাল আহমেদসহ অন্যান্যরা।
ফেসবুক থেকে এ ভিডিওটি দেখা না গেলে TV Rajbari লিখে ইউটিউবে সার্চ দিলেও দেখা যাবে।