রাজবাড়ী হাসপাতাল ও পাংশা শহর থেকে দুইটি মোটরসাইকেল চুরি –
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী সদর হাসপাতাল ও পাংশা উপজেলা শহর থেকে দিনে দুপুরে দুইটি মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা দুটি ঘটেছে।
জানাগেছে, জেলা বালিয়াকান্দির ব্যবসায়ী রাম চন্দ্র ভৌমিক ব্যাংক এশিয়ার এজেন্ট ব্যাংকের শাখা পরিচালনা করেন। এজেন্ট ব্যাংকের ম্যানেজার মোটরসাইকেল নিয়ে পাংশায় ব্যাংকের শাখায় যান। নিচে মোটরসাইকেল রেখে উপরে লেনদেনে গেলে মোটরসাইকেলটি চুরি হয়ে যায়। ব্যাংকের সিসি ক্যামেরায় এই দৃশ্য ধরা পড়ে। একজন ব্যক্তি মোবাইল ফোনে কথা বলতে বলতে মোটরসাইকেল চুরি করে নিয়ে যায়। এবিষয়ে পাংশা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
এদিকে, রাজবাড়ী সরকারী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক প্রদ্যুৎ কুমার দাস তার মা কনিকা রানী দাসকে রাজবাড়ী সদর হাসপাতালে করোনার টিকা দিতে নিয়ে যান। বাইরে রেখে যান তার ডিসকোভারি ১২৫ সিসি মোটরসাইকেল। পরে ফিরে এসে দেখেন তার মোটরসাইকেলটি চুরি হয়ে গেছে। এ ঘটনায় তিনিও রাজবাড়ী থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
ফেসবুক থেকে এ ভিডিওটি দেখা না গেলে TV Rajbari লিখে ইউটিউবে সার্চ দিলেও দেখা যাবে।