গোয়ালন্দ পৌর নির্বাচন: অর্পিত দায়িত্ব কঠোর ভাবে পালন করা হবে -রাজবাড়ীর এসপি –
- Update Time : ১১:১৪:২৯ অপরাহ্ন, বুধবার, ১০ ফেব্রুয়ারী ২০২১
- / ২৫ Time View
আজু সিকদার, রাজবাড়ী বার্তা ডট কম :
আগামী ১৪ ফেব্রুয়ারী গোয়ালন্দ পৌরসভা নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে অর্পিত দায়িত্ব কঠোর ভাবে পালন করবে আইন-শৃঙ্খলা বাহিনী। আমরা কাউকে শাস্তির আওতায় আনতে চাই না। তবে যদি কেউ আইন ভঙ্গ করে তাকে কোন রকম ছাড়া দেয়া হবে না। নির্বাচনী এলাকার প্রতিটি জায়গায় আমাদের নজরদারি থাকবে। আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে কেউ কোন কিছু করার সুযোগ পাবে না।
আসন্ন গোয়ালন্দ পৌরসভা নির্বাচন উপলে বুধবার এক মত বিনিময় সভায় রাজবাড়ীর পুলিশ সুপার এম.এম. শাকিলুজ্জামান এসব কথা বলেন।
তিনি আরো বলেন, প্রার্থী সমর্থকদের মধ্যে সোহাদ্যপূর্ণ আচরনের মধ্যদিয়ে আমরা এই নির্বাচন শেষ করতে চাই। বিজয়ী প্রার্থী ও পরাজিত প্রার্থী নির্বাচনের ফলাফল মেনে নিয়ে পৌরসভার উন্নয়নে এক সাথে কাজ করবে বলে আমরা আশা করি। তিনি বলেন, ‘আমরা থাকব না, কিন্তু আপনারা এলাকায় মিলে মিশে থাকবেন।’
অনুষ্ঠানে রাজবাড়ীর জেলা প্রশাসক দিলসাদ বেগম বনেল, একটি অবাধ, শান্তিপূর্ণ ও গ্রহনযোগ্য নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে আমাদের সব ধরনের প্রস্তুতি রয়েছে। নির্বাচন এতটাই স্বচ্ছ ও নিরপে হবে যেন পৌরবাসী বলেন এত ভালো ও সুষ্ঠু নির্বাচন এর আগে তারা কখনোই দেখেন নি। সেখানে জনগন যাকে চাইবেন তিনিই নির্বাচিত হবেন।
বুধবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাচন অফিস এ মতবিনিময় অনুষ্ঠানের আয়োজন করে। গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আমিনুল ইসলাম এর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজবাড়ী জেলা প্রশাসক দিলশাদ বেগম, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজবাড়ীর পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান, জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মোঃ মাসুদুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মো. সালাহউদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শেখ শরিফ-উজ-জামান, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ মোস্তফা মুন্সী, সহকারী কমিশনার (ভূমি) মোঃ রফিকুল ইসলাম, গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল তায়াবীর, উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার নিজাম উদ্দীন আহমেদ প্রমুখ।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়