কালুখালীতে ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিক পালিত –
আবু সাঈদ, রাজবাড়ী বার্তা ডট কম :
বর্ণাঢ্য আয়োজনে আজ শুক্রবার রাজবাড়ীর কালুখালী উপজেলায় বাংলাদেশ ছাত্রলীগের ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিক পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা ছাত্রলীগ র্যালী,আলোচনা সভা ও কেক কাটা কর্মসূচি পালন করে।
উপজেলা ছাত্রলীগের সভাপতি জাহিদুল ইসলাম সুমনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালুখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান আলিউজ্জামান চৌধুরী টিটো।
সভায় বিশেষ অতিথি হিসেবে কালুখালী উপজেলা আওয়ামীলীগের সভাপতি আতিউর রহমান নবাব,সাধারন সম্পাদক খাইরুল ইসলাম খায়ের, যুবলীগের আহ্বায়ক মনিরুজ্জামান চৌধুরী মবি,উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক আসাদুজ্জামান নুর, রতনদিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শেখ মো: রিপন,কালিকাপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শফিকুল ইসলাম শফিক, সাওরাইল ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি কামাল হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।
আলোচনা সভার পর কেক কাটা কর্মসূচি পালিত হয়।