বালিয়াকান্দিতে নিখোঁজের ৪দিন পর কাঁচামাল ব্যবসায়ীর লাশ উদ্ধার –
সোহেল রানা, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী বালিয়াকান্দিতে নিখোঁজের ৪দিন পর এক কাচামাল ব্যবসায়ীর লাশ ঘাস ক্ষেত থেকে সোমবার সন্ধ্যায় উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম, ওমর আলী (১৪)। সে উপজেলার জঙ্গল ইউনিয়নের ঢোলজানি গ্রামের কাচামাল ব্যবসায়ী আহেদ আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শী ও নিহতের পরিবারের সদস্যরা জানিয়েছেন, গত শুক্রবার রাত থেকে ওমর আলীকে পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজাখুজির পরও না পেয়ে রবিবার বালিয়াকান্দি থানায় নিখোঁজ জিডি করেন নিহতের বাবা আহেদ আলী। সোমবার বিকালে ঢোলজানি গ্রামের একটি ঘাস ক্ষেতে লাশ দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেয়। মাথায় আঘাতের চিহৃ, গলাকাটা, হাতেসহ বিভিন্ন স্থানে আঘাতের চিহৃ রয়েছে।
বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ তারিকুজ্জামান বলেন, খবর পেয়ে রাজবাড়ী পুলিশ সুপার এম.এম শাকিলুজ্জামানসহ ঢোলজানি মাঠের একটি ঘাস ক্ষেত থেকে লাশ উদ্ধার করা হয়েছে। তদন্ত পুর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।