রাজবাড়ী ও গোয়ালন্দ পৌরসভার নির্বাচন ঘোষনা –
রাজবাড়ী বার্তা ডট কম :
পর্যায়ক্রমে দেশের বিভিন্ন পৌরসভার নির্বাচনের দিনখন ঘোষনা করা শুরু করেছে নির্বাচন কমিশিন। যার অংশ হিসেবে চতুর্থ ধাপে ৫৬টি পৌরসভার নির্বাচন হবে চলতি বছরের আগামী ১৪ ফেব্রুয়ারী তারিখে। যে তালিকার মধ্যে রয়েছে রাজবাড়ী ও গোয়ালন্দ পৌরসভাও।
নির্বাচন কমিশনের প্রদত্ত তথ্য চিত্রে দেখাগেছে, আগামী ১৭ জানুয়ারী মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ, ১৯ জানুয়ারী তারিখে মনোনয়নপত্র বাছাই,২৬ জানুয়ারী তারিখে প্রত্যাহার এবং ১৪ ফেব্রুয়ারী তারিখে অনুষ্ঠিত হবে রাজবাড়ী ও গোয়ালন্দ পৌরসভার নির্বাচন।
এদিকে, ওই নির্বাচন উপলক্ষে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন পেতে আগ্রহী প্রার্থীদের নামের তালিকা ইতোমধ্যেই কেন্দ্রে পাঠানো হয়েছে। অন্যান্য দলের প্রার্থী নির্বাচনের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানাগেছে।
উল্লেখ্য, রাজবাড়ী জেলার ৫টি উপজেলায় তিনটি পৌরসভা রয়েছে। ইতোমধ্যেই আগামী ৩০ ফেব্রুয়ারী তারিখে পাংশা পৌরসভার নির্বাচন ঘোষনা করা হয়েছে। আজ রবিবার ছিলো ওই নির্বাচনের মনোনয়পত্র বাছাই কার্যক্রম।